মেন্টাল উন্ডস নট হিলিং লাইফ'স আ বিটার শেইম আই এম গোইং অফ দ্যা রেইলস অন আ ক্রেজি ট্রেইন !! ►► রজনীকান্ত একবার একটা আপেল এক কামড় খেয়ে ছুঁড়ে ফেলেন যা স্টিভ জবস কুড়িয়ে পেলে তার কোম্পানির নাম দেন “এ্যাপল”।
►► একদা ফেসবুক নির্মাতা মার্ক জুকারবার্গকে নিবিড় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করান হল। তার এই দুর্ঘটনার কারন ছিল- রজনীকান্ত ঐ দিন... তাকে ফেসবুকে পোক দিয়েছিল।
►► রজনীকান্তের মেইল পাঠানোর ঠিকানাঃ
►► যখনই রজনীকান্তের কম্পিউটার হ্যাং করে তখনই মাইক্রোসফট বুঝতে পারে, উইন্ডোজের নতুন ভার্সন ছাড়ার সময় হয়েছে।
►► ২০১২ সালে পৃথিবী ধ্বংস হওয়ার কথা থাকলেও হচ্ছে না, কারণ রজনীকান্ত সম্প্রতি একটি ল্যাপটপ কিনেছেন যার ওয়ারেন্টি ৩ বছর।
►► পথিবীতে আর কখনো সুনামি হবে না, কারণ রজনীকান্ত প্রতিজ্ঞা করেছেন তিনি আর সমুদ্রে লুঙ্গি ধুবেন না।
►► রজনীকান্ত যখন প্রথম গাড়ি এক্সিডেন্ট করেন তখন থেকেই গাড়ি রক্ষার জন্য “এয়ার ব্যাগ” আবিষ্কৃত হয়।
►► অক্টোপাস পল মারা যাওয়ার প্রধান কারণ তাকে জিজ্ঞেস করা হয়েছিলো ‘রজনীকান্ত কখন মারা যাবে’।
►► একদিন রজনীকান্ত রবিবার স্কুল পালিয়েছিলেন, তারপর থেকে ইন্ডিয়াতে রবিবার সরকারী ছুটির দিন।
►► রজনীকান্ত ছোটবেলায় বানান শুদ্ধকরনের জন্য রাফ করতেন।
এখন অনেকে সেটাকে নাকি উইকিপিডিয়া নামে চেনে।
►► একবার এক ফুটবল তারকা রজনীকান্তকে চ্যালেঞ্জ করে বলেছিলেন তিনি আঙুলের উপর দুই ঘন্টা ফুটবল ঘুরাতে পারেন, যা রজনীকান্ত পারবে না; রেগে গিয়ে রজনীকান্ত পৃথিবীর ঘূর্ণন বন্ধ করে দিবেন বলে হুমকি দিয়েছিলেন!
►► ছয় বছর বয়সে রজনীকান্ত তার আন্ডারওয়্যারটি ছুঁড়ে ফেলেন যেটি কুড়িয়ে পেয়ে আজকের সুপারম্যান নিজেকে ‘সুপারম্যান’ হিসাবে আবিষ্কার করেন।
►► ১০০০ বছর পর রোবটরা সিনেমা তৈরি করবে যার নাম হবে “রজনীকান্ত”।
►► রজনীকান্ত প্যান্ট পড়ার সময় দুই পা একসাথে ঢুকাতে পারেন।
►► রজনীকান্ত কম্পিউটারের রিসাইকেল বিন ডিলিট করে দিতে পারে ?
►► রজনীকান্ত একবার তার মানিব্যাগ হারিয়েছিলেন, এর পর-পরই পৃথিবীতে অর্থনৈতিক মন্দা দেখা দেয়।
►► রজনীকান্ত পাঁচটা ভাষায় শীষ বাজাতে পারে।
►► রজনীকান্তের বাসায় কোন পানির লাইন নেই, তিনি হাত তালি দিলে, অক্সিজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করে; সেটা দিয়েই তার চলে।
►► রজনীকান্তের মোবাইল চার্জের জন্যই ইণ্ডিয়াতে প্রথম পারমাণবিক চুল্লি বসানোর পরিকল্পনা করা হয়।
►► রজনীকান্তের ঘড়ি পরার দরকার পড়েনা, কারন তিনি নিজেই সিদ্ধান্ত নেন কখন কত বাজবে ?
►► একদা, রজনীকান্ত সময়ের সাথে রেস লাগাল। ফলাফল আগে থেকেই জানা সবার- সময় এখন রেসিং করছে।
►► বলা হয়ে থাকে রজনীকান্ত যখন নাকি পুশ-আপ দেন, তখন তিনি নিজেকে উঁচু করেন না, পৃথিবীকে উঁচু করেন।
►► একদা এক মেয়ে তার সতীত্ত্ব হারিয়ে ফেলল। রজনীকান্ত সেটা ফিরে পেল এবং সেই মেয়েকে ফেরৎ দিল !?!?! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।