উন্মাদ বালক বইলাই কিন্তু আমি পুরা উন্মাদ না, সামান্য কয়টা তার ছিড়া... আসছে শীত। আর শীত মানেই ভ্রমণে বেরিয়ে পড়ার হাতছানি। তবে বেরিয়ে পড়ার আগে কিছু প্রস্তুতি নেওয়ার বিষয় আছে। অনেক তথ্য জেনে নেওয়ার আছে। নিচের ওয়েবসাইটগুলো থেকে ভ্রমণবিষয়ক বেশ কিছু তথ্য আগেভাগেই জেনে নেওয়া যাবে।
http://www.discoverybangladesh.com
সাইটটিতে মিলবে বিভিন্ন জায়গার ছবি, যাতায়াতের বিস্তারিত, হোটেলের ঠিকানাসহ বেশ কিছু তথ্য। সাইটটির প্রথমেই ব্যানারের বাম পাশে রয়েছে বিভাগ অনুযায়ী বিভিন্ন জায়গার বর্ণনা। যে বিভাগে ভ্রমণ করতে চান, সেই বিভাগের নামের ওপর ক্লিক করুন। সেই বিভাগের দর্শনীয় জায়গাগুলোর নাম জানা যাবে।
http://www.parjatan.gov.bd
এটি বাংলাদেশ সরকারের পর্যটন করপোরেশনের ওয়েবসাইট।
দেশের বিভিন্ন স্থানের বর্ণনাসহ ভ্রমণের অনেক তথ্য মিলবে সাইটটিতে। বর্ণনার সঙ্গে সঙ্গে প্রতিটি লোকেশনের ছবিও এখানে পাওয়া যাবে।
http://www.discovercoxsbazar.com
শুধু কঙ্বাজার ভ্রমণসংক্রান্ত তথ্যই মিলবে এ সাইটটিতে। এখানে কঙ্বাজারের দর্শনীয় স্থান, ভৌগোলিক অবস্থান, ছবি ও খাবারের বিস্তারিত বিবরণ মিলবে। একই সঙ্গে কঙ্বাজার ভ্রমণের বেশ কিছু টিপসও রয়েছে সাইটটিতে।
http://www.sundarbantours.com
সাইটটিতে সুন্দরবন ভ্রমণসংক্রান্ত তথ্য মিলবে। এখানে Trvel Arround, How to go এবং Gallery-সহ বেশ কিছু বিভাগ রয়েছে। How to go বিভাগে সুন্দরবন যাওয়ার বেশ কিছু তথ্য মিলবে
অরোও তথ্যর জন্য ক্লিক করুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।