দোয়া করি যেন ভাল থাকেন। দোয়া করবেন যেন ভাল থাকি
ক্যালিফোর্নিয়া বিচে বসে অবসরকে উপভোগ করছেন এক প্রবাসী বাঙ্গালি। হঠাৎ ইচ্ছে হল “ইস, রবীন্দ্রনাথের ‘১৪০০ সাল’ কবিতাটি পড়তে পারলে মন্দ হত না” যেই ভাবনা সেই কাজ, হাতে ল্যাপটপ নিয়ে নির্দিষ্ট সাইটে সার্চ করে পেয়ে গেলেন পছন্দের কবিতা। ইন্টারনেটের কল্যাণে সারা বিশ্বের মানুষ মুহূর্তের মধ্যেই বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, রান্না, খেলাধূলা, বিনোদন ইত্যাদি সম্পর্কে জানতে পারে। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যের খবর সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে কিছু ওয়েব সাইটের অবদান উল্লেখ করার মত।
বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়
সামগ্রিকভাবে বাংলাদেশ সরকারের ওয়েব সাইটটি হল http://www.bangladesh.gov.bd যেখানে কৃষি, নির্বাচন, বিশ্ববিদ্যালয় ভর্তি, পাসপোর্ট তৈরি, ড্রাইভিং লাইসেন্স ইস্যু করণের তথ্য দেওযা আছে। এই সাইটের নির্দিষ্ট মেন্যুতে ক্লিক করে আপনি জানতে পারবেন আবহাওয়া ও জলবায়ুর খবর; বিশ্ববিদ্যালয়, স্কুল, ও কলেজে ভর্তির তথ্য; দৈনিক বাজার দর; পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স তৈরির আবেদনপত্র সহ সকল জাতীয় পরিসংখ্যান। তাছাড়া প্রত্যেকটি মন্ত্রণালয়ের আলাদা আলাদা ওয়েব সাইট রয়েছে যদিও তথ্যগুলো নিয়মিত আপডেট করা হয় না। শিক্ষা মন্ত্রণালয়ের http://www.moedu.gov.bd, পররাষ্ট্র মন্ত্রণালয়ের http://www.mofa.gov.bd, তথ্য মন্ত্রণালয়ের http://www.moi.gov.bd ওয়েব সাইটটি ভিজিট বারে তথ্য অধিকার অধ্যাদেশ ২০০৮ সম্পর্কে জানতে পারেন। তাছাড়া দুর্যোগ, আবহাওয়া ও জলবায়ুর খবর ও নিউজ আপডেট জানতে ঘুরে আসতে পারেন http://www.mofdm.gov.bd এই সাইটটি।
দর্শনীয় স্থান ও ভ্রমণ গাইড
http://www.banglaembassy.com.bd। সাইটটিতে ভিজিট করে দেখতে পারবেন বাংলাদেশের দর্শনীয় ও ইতিহাস বিজড়িত স্থান সমূহ যেমন- জাতীয় স্মৃতিসৌধ, অপরাজেয় বাংলা, জাতীয় জাদুঘর, সংসদ ভবন, তারা সমজিদ, ওয়ার সিমিট্রি, কার্জন হল, ষাট গম্বুজ মসজিদ, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, মহাস্থানগড় ইত্যাদির ছবি ও তৈরির ইতিহাস, সেখানে কীভাবে সহজে ভ্রমণ করতে পারেন তার গাইড লাইনও দেয়া আছে এই সাইটে।
দূরের দর্শনীয় স্থান যেমন- কক্সবাজার, সুন্দরবন ছাড়াও অন্যান্য স্পট ঘুরে দেখতে চাইলে খরচ কত, থাকা খাওয়া ও নিরাপত্তা ব্যবস'া কেমন, স্পেশাল অফার আছে কি না তা জানতে ভিজিট করা যায় http://www.bangladeshtourism.gov.bd ।
শিক্ষা প্রতিষ্ঠান
http://www.dailyneeds.com/bd/edu ভিজিট করে যে কেউ অনায়াসে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যাবতীয় তথ্য জানতে পারবে। তাছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ঐতিহ্যবাহী স্কুল, কলেজের প্রতিষ্ঠা, ইতিহাস ও কোর্সের খবর জানতে ঘুরে আসা যায় http://www.nationmaster.com সাইটটি।
বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গুরুত্বপূর্ণ দলিল, শহীদদের তালিকা, খেতাবপ্রাপ্তদের ছবি ও তালিকা, মুক্তিবাহিনী, গণহত্যা, উদ্বাস্তু, আত্নসমর্পণ, নতুন সরকার গঠনের উপর তথ্য ও ডকুমেন্টারী দেখতে চাইলে ভিজিট করা যায় http://www.meltingpot.fortuneity.com নামের সাইটটি, তাছাড়া http://www.liberationwarmuseum.net-এ ঘুরে মুক্তিযুদ্ধের উপর নির্মিত ভিডিও ক্লিপ দেখতে পারবেন। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা, মুদ্রা, বর্ণমালা সম্পর্কে জানতে ভিজিট করা যায় http://www.betelco.com/bd ওয়েব সাইটটি। বাংলার পুরনো কৃষ্টি, আচার সম্পর্কে জানতে সার্চ করতে পারেন http://www.discoverybangladesh.com । তাছাড়া বাংলা নৃত্য, পালকি, যাত্রা, কাপড়, পুরানো আসবাবপত্র ও অলংকার সম্পর্কে তথ্য নিতে পারেন http://www.bangla2000.com থেকে।
বাংলা ভাষা
ওয়েব সাইটে বাংলা ভাষা শিক্ষার অনেক কোর্স চালু আছে।
বাংলা বর্ণমালা, উচ্চারণ, সিলেবাস, কোর্স ফি ইত্যাদি বিষয়ে জানতে ঘুরে আসুন http://www.omniglot.com সাইটটি। বাংলা ভাষার উপর সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু ইনষ্টিটিউটের সাইট http://www.bangla-online.info ভিজিট করে রেজিষ্ট্রেশন, কোর্স ফি ও আবেদন সম্পর্কে জানা যাবে। ইন্টারনেটে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা অভিধান পাওয়া যায়। http://www.bangladict.org ঘুরে তা ডাউন লোড করতে পারেন।
বাংলা সাহিত্য
http://www.vicfovian.fortuneity.com ভিজিট করে বাংলা কবিতা, ছড়া, উপন্যাস ডাউনলোড করতে পারেন যেখানে রয়েছে রবীন্দ্রনাথের- ১৪০০ সাল, সোনার তরী, যেতে নাহি দিব; নজরুলের বিদ্রোহী, মানুষ সর্বহারা; জীবনানন্দের বনলতা সেন, কুড়ি বছর পর; মাইকেলের কপোতাক্ষ নদ, বঙ্গভাষা; শামসুর রাহমানের স্বাধীনতা তুমি, সংশয়; আল মাহমুদের সোনালি কাবিন; সুকান্তের ছাড়পত্রসহ হাজার হাজার কবিতা।
বাংলা সাহিত্যের ইতিহাস ও হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, আনিসুল হকের উপন্যাস ডাউনলোড করতে পারেন http://www.banglalibrary.evergreen.com থেকে।
বাংলা মিডিয়া
বাংলাদেশ সংবাদ সংস্থার ওয়েব সাইট http://www.bssnews.net ভিজিট করে দেশের আবহাওয়া, খেলাধূলা, নির্বাচন, আঞ্চলিক জাতীয় ও আন-র্জাতিক খবর, অর্থনীতি, হট নিউজ ইত্যাদি জানতে পারবেন। এখানে বাংলা সংস্করণ অপশনে ক্লিক করলে সব বাংলায় রূপান্তরিত হবে। বাংলাদেশের প্রায় সব পত্রিকার ওয়েব বা নেট সংস্করণ রয়েছে। তাদের নিজস্ব ওয়েব সাইটে ভ্রমণ করে তার তথ্য জানা যাবে।
তাছাড়া সরকারি বেসরকারি টিভি চ্যানেল, বেতার কেন্দ্রগুলোরও ওয়েবসাইট আছে। প্রতি ঘন্টার নিউজ সেখানে আপডেট করা হয়ে থাকে। তবে এসব পত্রিকা টিভি ও বেতার চ্যনেলের খবর ও অনুষ্ঠান সূচির ইন্টারনেট সংস্করণ একসাথে পেতে চাইলে ভিজিট করুন http://www.mediabangla.net।
বাংলা রেসিপি
কীভাবে চিকেন পোলাও, পান্তা ইলিশ, মাছ ফ্রাই, চপ, সিংগারা, মাংসের বিরিয়ানি, শীতকালের সবজি কারিসহ বাংলা রেসিপির প্রস'ত প্রণালী ও উপাদানের পরিমাণ জানতে চাইলে ভিজিট করুন http://www.freewebs.com। তাছাড়া http://www.recipe.evergreenbangla.com-এ গিয়ে বাজার দর, রান্নার অনুষ্ঠান সূচি, বিশেষজ্ঞদের পরামর্শ, রান্নার প্রণালী, ডায়েট কন্ট্রোল, ফলমূলের গুণাগুণ, কোন বয়সের মানুষের খাওয়ার তালিকায় কী থাকা উচিত তা জেনে নিতে পারেন।
বাংলার খেলাধূলা
বাংলাদেশের খেলাধূলা, ক্রিকেট ম্যাচ, ভেন্যু, টিকেট ফি, ফলাফল, ছবি, তথ্য, পরিসংখ্যান, খেলোয়াড়দের প্রোফাইল, হট নিউজ জানতে ভিজিট করুন http://www.tigercricket.com। ফুটবল ম্যাচের নিউজ আপডেট, ম্যাচ, পক্ষ-বিপক্ষ, দেশীয় ও আন-র্জাতিক ম্যাচের খবর জানতে ঘুরে আসুন http://www.dhaka-bd.com। দাবা, হকি, টেনিস, কাবাডি খেলার খবর জানতে সার্চ করতে পারেন http://www.virtualbangladesh.com।
বাংলার কৃষি
কৃষি নির্ভর বাংলাদেশে কৃষকদের তথ্য সরবরাহ করতে প্রয়োজনীয় তথ্য নিয়ে গ্রামীণফোন সাজিয়েছে http://www.ruralinfobd.com । এতে কৃষি বিষয়ক তথ্য যেমন আলু, পেঁপে, কলা চাষ; অ-কৃষি বিষয়ক তথ্য যেমন- বুটিক, ডিজাইন, মোমবাতি তৈরির প্রণালী ও বাজার দর রয়েছে।
নতুন ব্যবসায়িদের জন্য মৎস্য চাষ, ডিজিটাল স্টুডিও, গরু মোটাতাজাকরণ ইত্যাদির পন'া ও খরচ নিয়ে সাজানো হয়েছে বেশ কিছু অপশন। এখানে কৃষকরা অনায়াসে প্রশ্ন করে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারে। সারা দেশে গ্রামীণফোনের ৫৮৮টি তথ্য কেন্দ্রে কৃষকরা এসে এসব তথ্য জেনে নিতে পারে।
বাংলার বিনোদন
পত্রিকা ও টিভি চ্যানেলগুলোর ওয়েব সাইট ভিজিট করে বিনোদন পাতা ও অনুষ্ঠান সূচি দেখতে পারেন। তবে বাংলা নাটক ডাউনলোড করে দেখতে চাইলে ভিজিট করতে পারেন http://www.ruralinfobd.com যেখানে লাভ-লোকসান, গোল্লাছুট, সমুদ্রযাত্রা, ডলস হাউস, দৈনিক তোলপাড়-এর মত জননন্দিত নাটকগুলোর নেট সংস্করণ পাওয়া যাবে।
হাজার হাজার ভারতীয় বাংলা, আধুনিক বাংলা গান ও সামপ্রতিক এলবামগুলো নিয়ে সাজানো হয়েছে একটি সাইট তা হল http://www.evergreenbangla.com । হানিফ সংকেত, পাপ্পু, মোস-ফা সরয়ার ফারুকী, কাজল’র কৌতুক পড়তে ও ডাউনলোড করতে ভিজিট করতে পারেন http://www.banglajokes.evergreenbangla.com সাইটটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।