আমি খুব ভালো ছেলে। ইলিশমাছ আর গরুর গোশত পছন্দ করি। বেশী রাগ আছে। চুলটা একটু লম্বা রাখা পছন্দ করি। মোটর সাইকেল চালিয়ে কেউ আমার আগে যাক, এটা পছন্দ করি না।
টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে গতকাল দুপুরে সিলেটের কিনব্রিজ সংলগ্ন চাঁদনীঘাট এলাকায় দীর্ঘ মানববন্ধন করেছে টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলন। একই কর্মসূচি একযোগে সুরমা-কুশিয়ারা-মেঘনা অববাহিকার ১০ জেলায় পালিত হয়েছে। সুনামগঞ্জে সুরমা তীরের বালুঘাট ও মৌলভীবাজারের মনু নদীর তীরে মানববন্ধন হয়। সিলেট অঞ্চলের এ দুই নদী তীরে দীর্ঘ মানববন্ধন শেষে আগামী ১লা জানুয়ারি সাম্রাজ্যবাদ বিরোধী দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও গণমিছিল কর্মসূচির ঘোষণা দেয়া হয়। সিলেটে মানববন্ধন চলাকালে বক্তব্যে টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলন সিলেটের আহ্বায়ক এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য বলেন, ‘নদীর উপর কোন বেষ্টনী নয়, চাই উন্মুক্ত নদী ও পরিবেশবান্ধব উন্নয়ন।
’ কর্মসূচিতে সংহতি জানিয়ে সিলেটের রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক-পরিবেশবাদী-বেসরকারি উন্নয়ন সংস্থার সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অসংখ্য সংগঠন মিছিল সহকারে যোগ দেয়। মানববন্ধনে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির আমেরিকার মহাসচিব সৈয়দ টিপু সুলতান, টাচিং সোলস ইন্টারন্যাশনাল আমেরিকার তাহমিনা সুলতান, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম লস্কর সংহতি জানিয়ে একাত্ম হন। প্রবাসী নেতা সৈয়দ টিপু সুলতান মানববন্ধনে একাত্ম হয়ে বলেন, ‘সুদূর আমেরিকা থেকে ভারত হয়ে আমরা দেশে এসেছি এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করতে। প্রতিরোধ আন্দোলনের আজকের মানববন্ধন আমাদের অনুপ্রাণিত ও অভিভূত করেছে।
পরিবেশ বিপর্যয়কারী টিপাইমুখ বাঁধ বন্ধ করতে আমরা প্রবাসে জনমত গঠনে আরও সচেতন উদ্যোগ নেবো। আমরা আশা করি ভারত-বাংলাদেশ দুই দেশের মানুষের সম্মিলিত প্রতিরোধের মুখে টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রকল্প বন্ধ করবে ভারত সরকার। ’ সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আ ফ ম কামাল, এফআইবিডিবির পক্ষে সমীক শহীদ জাহান, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, গণতন্ত্রী পার্টির সিলেট জেলা সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, সাধারণ সম্পাদক মো. আরিফ মিয়া, জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক লোকমান আহমদ, ষাটের দশকের সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আইয়ুব আলী, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা আফরোজ আলী, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সিকান্দর আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, বাসদ সিলেট জেলা সমন্বয়ক উজ্জ্বল রায়, ন্যাপ সিলেটের ইছহাক আলী, খেলাঘর জেলা সভাপতি পুরঞ্জয় চক্রবর্তী বাবলা, সনাকের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি সৈয়দ মনির হেলাল, সিলেট গণদাবি পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, সিপিবি সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, যুগ্ম সম্পাদক ইফতেখার আহমদ পপলু, যুব ইউনিয়ন সিলেট জেলার সভাপতি এডভোকেট রমেন্দ্র কুমার চন্দ, চারণের সংগঠক এডভোকেট হুমায়ুন রশীদ, বেলা সিলেটের সমন্বয়কারী এডভোকেট শাহেদা আক্তার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম, টিআইবি’র এরিয়া ম্যানাজার দেওয়ান মাহফুজ, পূজা উদযাপন পরিষদ নেতা অমলেন্দু ধর, ছাত্র ইউনিয়ন সিলেটের সভাপতি প্রশান্ত চন্দ্র চন্দ, ছাত্রফ্রন্ট মহানগর সভাপতি মিজানুর রহমান প্রমুখ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়ে প্রতিরোধ আন্দোলনের লাগাতার কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
সুরমা তীরে মানববন্ধন : সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে প্রবাহিত সুরমা নদীর বালুরঘাটে দুপুর সাড়ে ১টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রতিরোধ আন্দোলন সুনামগঞ্জ কমিটির আহবানে মানববন্ধনে সিপিবি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, উদীচী, খেলাঘর, আইনজীবী সমিতি, অঙ্গীকার বাংলাদেশ, সন্ধানী ডোনার ক্লাবসহ বিভিন্ন স্তরের পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে সংহতি জানিয়ে একাত্ম হন সিপিবি সুনামগঞ্জ জেলা সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক রহমান মিজান, কৃষক সমিতির শাহাজাহান চৌধুরী, যুব ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক এনাম আহমেদ, উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আইনজীবী সমিতির পক্ষে এডভোকেট অরুনাভ দাশ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নরেন ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ। মানববন্ধনে একাত্ম হওয়াদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সমাপনী বক্তব্য দেন টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলন সুনামগঞ্জের সদস্য সচিব মোজাম্মেল হক মুনিম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।