আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটের পথে পথে.......মাধবপুর লেক

রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।

মাধবপুর লেক সিলেট অঞ্চলের মৌলভীবাজার জেলায় পড়েছে। এটি একটি প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র। এই অঞ্চলে যারা বেড়াতে আসেন তারা সাধারণত: একবার এই লেকে ঢু মারেন। এটি উপর থেকে তোলা লেকের সামান্য অংশ।

এটি নীচ থেকে তোলা লেকের ব্যপ্তি। বাস্তবে লেকের সৌন্দর্য এর চেয়েও বেশি। আমার মোবাইল ক্যামেরায় খুব একটা ভাল ফুটে ওঠেনি। লেক এলাকায় সবচেয়ে উঁচু টিলাতে ওঠার সিঁড়ি। এটি টিলার উপরে সবচেয়ে উঁচু বয়স্ক গাছ।

লেকের আশপাশের সমতলভূমি। আপনাদের সুবিধার্থে লেকের ফলক। কিছু তথ্য: ##এখানে যাতায়াত ব্যবস্থা ভাল। ##বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে। ##লেকের কোন কোন ঢাল খুব খাড়া।

তাই ছোটদের কাছাকাছি রাখা ভাল। ##অনেকে শাপলা ফুল তুলতে গিয়ে পাড় ভেঙ্গে পানিতে পড়ে যায়। তলিয়ে যাবার সম্ভাবনা থাকে। সাবধান থাকবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।