শনিবার বিকালে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে ১৮ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টায় গুলশানের বাসা থেকে বিরোধী দলীয় নেতার গাড়িবহর রওনা হয়।
বিএনপির সহসভাপতি সেলিমা রহমান বিরোধী দলীয় নেতার সঙ্গে একই গাড়িতে রয়েছেন।
মারুফ কামাল জানান, সিলেটে পৌঁছে সার্কিট হাউজে রাত কাটাবেন খালেদা জিয়া। পরদিন হযরত শাহ জালাল (র) ও হযরত শাহ পরানের (র) মাজার জিয়ারত করে বিকালে জনসভায় যোগ দেবেন।
ঈদের পর নির্দলীয় সরকারের আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণার আগে গণসংযোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে জনসভা করছেন খালেদা জিয়া।
গত ৮ সেপ্টেম্বর নরসিংদী, ১৫ সেপ্টেম্বর রংপুর, ১৬ সেপ্টেম্বর রাজশাহী ও ২৯ সেপ্টেম্বর খুলনায় জনসভার পর এবার তিনি সিলেটে জনসভা করতে যাচ্ছেন।
রাজধানীর যাত্রাবাড়ী, নারায়ণগঞ্জের কাঁচপুর, রূপগঞ্জ, নরসিংদী, ভৈরব, কিশোরগঞ্জ, ব্রাক্ষণবাড়ীয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার হয়ে বিরোধী দলীয় নেতা সিলেটে পৌঁছাবেন।
এই পথের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মী-সমর্থকরা রাস্তার দুই ধারে জড়ো হয়েছেন তাদের নেত্রীকে স্বাগত জানানোর জন্য।
বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি সম্বলিত ডিজিটাল ব্যানার, নির্মাণ করা হয়েছে স্বাগত তোরণ।
আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে আগ্রহী নেতাদের ছবি সম্বলিত ডিজিটাল ব্যানার ও প্ল্যাকার্ডও দেখা যাচ্ছে বিভিন্ন স্থনে।
ব্যানার-ফেস্টুন আর বিলবোর্ডে ছেয়ে গেছে সিলেট নগরীও। সমাবেশস্থল আলীয়া মাদরাসা মাঠ ও নগরীর রাস্তাঘাট সাজানো হয়েছে বর্ণিল সাজে।
১৮ দলীয় জোটের এই জনসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপির সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই জনসভা হবে সিলেটের ইতিহাসে বৃহত্তম সমাবেশ। সিলেটবাসী যেভাবে সাড়া দিয়েছেন তাতে মনে হচ্ছে শনিবার সিলেট নগরী লোকে লোকারণ্য হয়ে যাবে।
”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।