আমাদের কথা খুঁজে নিন

   

হেলিকপ্টার আপডেট

আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি ।। নারী ও নারী, হায়রে তুমি- এখনও কত্ত বোকা! বাইরের কাজ ছাইড়া এখনি পালন কর খোকা; সন্তানাদি আল্লাহর দান- বানাও ডজন ডজন, খিয়াল কইরা- এইটা কইলাম হুজুর সাবের বচন! বরকত নাই পয়সা কড়ির - করিস যাদ জেনা, চাকরিরে দে জোরসে লাথি- যতই বাড়ুক দেনা; হিসাব রাইখো আসবাবেরই- কি আর করা আজ! স্বামী করুক চাইরটা বিয়া- তুমি বাঁচাও লাজ; থাইকো তুমি অন্তঃপুরে- পড়ালেখা যাক চুলায়, প্রেম পীরিতি? নাউজুবিল্লাহ! তওবা কাটো ধূলায়; পুরুষ তুমি সাবধানেতে- হইয়ো নাকো খাসি, তোমার জন্য সবই খোলা- তেঁতুল রাশি রাশি! এসব কথা মানলে তবে- আস্তিক তুমি হবে, হুজুর তুমি দয়ার সাগর- তেঁতুল আছে, খাবে ? একটি সাতকাহনীয় ‎কাব্যমিনিপ্যাক প্রোডাকশন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।