নিউজিল্যান্ডের মোটরসাইকেল বিশেষজ্ঞ এবং মোটর রাইডার ক্রিস মিন্নি এমন এক মটরসাইকেল নিয়ে কাজ করছেন যার ইঞ্জিনে তিনি সংযুক্ত করেছেন ৪২০ হর্সপাওয়ারের হেলিকপ্টার টারবাইন! মোটরসাইকেলে রকেট ইঞ্জিন সংযুক্তির ঘটনা আগে ঘটলেও হেলিকপ্টার ইঞ্জিন সংযুক্ত করার ঘটনা আগে দেখা যায় নি। ক্রিস মিন্নি মূলত এই বাইক তৈরি করেছেন রেসে অংশ নেয়ার জন্য।
ক্রিস মিন্নি তার ভিন্নরকম এই চিন্তা কাজে লাগাতে ব্যবহার করেছেন ‘ট্রায়াম্ফ’ ব্র্যান্ডের মোটরসাইকেল। ‘ট্রায়াম্ফ’ এমনিতেই ভারি মোটরযান, এবং হেভি বাইকারদের প্রথম পছন্দ। দীর্ঘ ৩ বছর ধরে ক্রিস মিন্নি তার ‘ট্রায়াম্ফ’ মোটরসাইকেলটিকে নিয়ে কাজ করে যাচ্ছেন।
ইতোমধ্যে তিনি এই মোটরসাইকেলে ৪২০ হর্সপাওয়ারের হেলিকপ্টার টারবাইন সফল ভাবে বসিয়ে দিয়েছেন। তিনি ট্রায়াম্ফ’ ব্র্যান্ডের মোটরসাইকেলটির মূল কাঠামোর ক্ষেত্রেও বিশেষ পরিবর্তন নিয়ে এসেছেন। মিন্নির পরিবর্তিত কাঠামোতে তিন সিলিন্ডার মোটরসাইকেল ট্রায়াম্ফ রকেট থ্রি মডেলটিতে প্রায় ৪০ লিটার জ্বালানি রাখা যাবে। তবে ৪০ লিটার জ্বালানি দিয়েও এই মোটরসাইকেল চলবে মাত্র ১ ঘণ্টা!
এতে ব্যবহার করা হেলিকপ্টার টার্বাইনটি উচ্চ ক্ষমতার হওয়াতে বাইকটি চলার সময় খুব বেশি শব্দ করে, তবে ক্রিস জানিয়েছেন তিনি বাইকের শব্দ হওয়ার বিষয়ে কাজ করছেন, এটি কমিয়ে আনা যাবে। এছাড়া বাইকটিতে আরেকটি সমস্যা হচ্ছে এটি চালু হতেও একটু সময় নেয়।
এটি রাস্তায় চালানোর আগে সব কিছুই সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে বলে তিনি জানান।
তবে ক্রিস মিন্নি কেবল ব্যক্তিগত রেসে ব্যবহারের উদ্দেশ্য নিয়েই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এই মোটরসাইলেক তৈরি করছেন, যা অর্থের দিক দিয়ে অমূল্য।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।