আমাদের কথা খুঁজে নিন

   

পঞ্চম প্রজন্মের হেলিকপ্টার

পিনপতন নিস্তধ্বতা

একসময় বিশ্বের অন্যতম প্রভাশালী সোভিয়েত ইউনিয়ন তথা বর্তমান রাশিয়া অস্ত্র নির্মাণ এবং বিক্রিতে বেশ এগিয়ে। বিশেষ করে নানারকম যুদ্ধাস্ত্র। ২য় বিশ্বযু্দ্ধ পরবর্তী সময়ে মিখাইল টিমোফেইভিচ কালাশনিকভের তৈরি ‘একে ফরটি সেভেন’ রাইফেল এখনো বিশ্বের গেরিলা, সন্ত্রাসী এবং সেনাবাহিনীর সদস্যদের অন্যতম পছন্দের অস্ত্র। রাশিয়া এবার ঘোষণা দিয়েছে পঞ্চম প্রজন্মের হেলিকপ্টার নির্মানের। রেডিও রাশিয়ার এক রিপোর্টে এসব তথ্য তুলে ধরা হয়।

রেডিও রাশিয়া তাদের প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়া বিশ্বে প্রথম দেশ হতে পারে, যারা পঞ্চম প্রজন্মের হেলিকপ্টার তৈরী করেছে. একই ধরনের প্রকল্প মার্কিন যুক্তরাষ্ট্রেও রয়েছে, কিন্তু যদি রুশ নির্মাতাদের কথা বিশ্বাস করা যায়, তবে আমেরিকার লোকেরা এখনও কাগজে কলমে হিসাবের বাইরে এগোতে পারে নি, আর কোন রকমের আর্থিক অনুদানও পায় নি। . এমনকি পঞ্চম প্রজন্মের হেলিকপ্টার কথাটিও রাশিয়া সম্ভবতঃ প্রথম ব্যবহার করেছে। এই কাজে রাশিয়া অনেকদূর এগোলেও পুরোপুরিভাবে এখনো সমাপ্ত হয়নি এর নির্মান। তবে এই হেলিকপ্টার নির্মান করা হচ্ছে আগামী ১০/১৫ বছর পরের যুদ্ধের কথা চিন্তা করে যে সময়ে প্রযুক্তি এগিয়ে যাবে আরও কয়েকধাপ এবং রাশিয়া আশা করছে আবারও সেই স্নায়ুযুদ্ধের সময়ে ফেরার। প্রাথমিক হিসাব অনুযায়ী এই হেলিকপ্টারের যে সমস্ত গুণ আশা করা হচ্ছে, তা হল: দ্রুত ওড়ার ক্ষমতা, সোজা মাটি থেকে উপরে ওঠা নামা করার ক্ষমতা, আড়াল থেকে গুলি, গোলা বর্ষণের ক্ষমতা, যে কোন রকমের আবহাওয়া এবং দিনে রাত্রের যে কোন সময়ে যুদ্ধের কাজ করার ক্ষমতা, শত্রুকে খুঁজে বের করার ক্ষমতা, বহু লড়াই এর পরও টিকে থাকার ক্ষমতা, সব রকমের লক্ষ্য করার মতো অপ্টিক, রাডার ও ইনফ্রা রেড ডিটেকশন সিস্টেমে অদৃশ্য থাকার ক্ষমতা এবং ইঞ্জিনের আওয়াজ কমানো।

নির্মাতাদের মতে , এই ধরনের হেলিকপ্টার মাটি থেকে সোজা আকাশে উঠতে পারবে ঘন্টায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার গতিতে, মাটির সমান্তরাল ভাবে ওড়ার ক্ষমতা ঘন্টায় ৪৫০ থেকে ৫০০ কিলোমিটার. এছাড়া এই হেলিকপ্টারে কৃত্রিম মগজ লাগানো হবে, যা পাইলটকে সাহায্য করবে আর পাইলট আহত বা নিহত হলে নিজে থেকে ঘাঁটিতে ফিরে আসতে পারবে। স্থল কিংবা নৌপথে যুদ্ধ সবসময়ই ব্যয়বহুল এবং ঝুকিপূর্ন। তাই বর্তমান সময়ে বৃহৎ সামরিক শক্তিধর রাষ্ট্রগুলো আকাশ পথকেই বেছে নিচ্ছে আক্রমনের সহজ পথ হিসেবে। রাশিয়া কিংবা অন্য কোন রাষ্ট্র যদি পঞ্চম প্রজন্মের হেলিকপ্টার আবিষ্কার করেই ফেলে তাহলে হয়তো পাখিদের বদলে আকাশ চলে যাবে হেলিকপ্টারের দখলে। তথ্যসূত্র এবং ছবি: রেডিও রাশিয়া ওয়েবসাইট


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।