অন্যায় যে করে, অন্যায় যে সহে ২জনই খারাপ মানুষ সমস্যা হচ্ছে দেশটা গণতান্ত্রিক। মানবসমাজে জানোয়ারের উপস্থিতি মেনে নিতেই হয়। সমস্যা হয় তখন, যখন এ্যটেনশন সিকার সাইকো জানোয়ার স্বভাবের বশবর্তী হয়ে কাছে চলে আসে! জানোয়ারটাকে লাথি দিতে ইচ্ছে করলেও একজন শ্রদ্ধেয় ব্যাক্তির বলা কথা মনে পড়ে, "Never wrestle with a pig—you'll both get dirty, and the pig will love it." অনুবাদ: " কখনো শুয়োরের সাথে লড়াই করতে যেও না, তবে উভয়েই নোংরা হয়ে যাবে এবং শুয়োরটা এতেই খুশী হবে।"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।