আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না ! মানবতা, মানবিকতা এইসব কপচানো এখন অনেক সহজ, আমরা কিবোর্ডে আংগুল চালিয়েই অনেক মানবিক বক্তব্য বলে দিতে পারি নির্দ্বিধায়। কিছু কিছু সময় কিবোর্ড চাপতেও অনেক কষ্ট হয়, লিখতেও সব কিছু গুলিয়ে আসতে থাকে ঘৃণায়, লজ্জায়, অপমানে, রাগে। জনৈক গরু চোরাকারবারি যখন পেটের দায়ে গরু চোরাচালান করতে গিয়ে নির্মম নির্যাতনের স্বীকার হয় ঈশ্বর রাষ্ট্র ভারতের শুয়োরজাত প্রোডাক্ট বিএসএফের কাছে , সেটার ভিডিও দেখে আসলে আমার, আমাদের কিছু বলার থাকেনা । নতজানু পররাষ্ট্রনীতির কারণে তথাকথিত বন্ধুপ্রতীম রাষ্ট্রের বরাহছানাগুলো দ্বারা প্রতিনিয়ত নির্যাতিত আমাদের গরীব ভাইদের রক্ত দেখে নিস্ফল ক্রোধ আর কিছু অশ্রু বিসর্জন ছাড়া কিছুই করার কিছু নেই , দেখে হাত কামড়ানো ছাড়া।
ঘটনা:
এনডিটিভি বলছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কাহারপাড়া সীমান্ত তল্লাসি চৌকিতে নির্যাতনের এই ঘটনা ঘটে।
এনডিটিভির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঘুষ দিতে রাজি না হওয়ায় ওই বাংলাদেশিকে নির্দয়ভাবে পেটায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের সদস্যরা। তার জননাঙ্গে পেট্রোলও ঢেলে দেওয়া হয়।
একটা রাষ্ট্রের একটা বাহিনী দ্বারা প্রতিনিয়ত নির্যাতনের স্বীকার মানুষগুলোর রক্ত দেখে আমরা শিহরত হই, ক্ষুব্ধ হই, ভারতকে গালি দিতে দিতে একটা হিন্দি চ্যানেল চালিয়ে সিরিয়াল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। ফ্যালানির ঝুলে যাওয়া লাশ দেখে আমরা কাব্য রচনা করি , আর কানে হেডফোনে বাজে নতুন কোন হিন্দি সিনেমার সদ্য রিলিজ হওয়া কোন হিট গান। আমরা আগাগোড়া হিপোক্রেট জাতি , যে দেশের শুয়োরদের গুলিতে নিহত হয় আমার বোন, নির্যাতিত হয় আমার ভাই, ফারাক্কা, টিপাইমুখ বাধ দিয়ে মরুভুমি বানিয়ে ফেলানোর চক্রান্ত করা হয় আমার আমাদের সবুজ বাংলাকে, সেদেশের মুন্নি শিলার মাংসের নাচনে বিনোদিত হই আমরা, সিরিয়ালের পোশাক অভিনয় দেখে ভারতীয় বেশ্যা হওয়ার স্বপ্নে বিভোর হয় আমার- আপনার মা-বোনেরা ।
লজ্জাবোধ, ঘৃণাবোধ, মনুষ্যত্ববোধ সব আমরা ঘুমের ওষুধ খাওয়াইয়ে শীতনিদ্রায় পাঠিয়ে দিয়েছি। বিশ্বাস করুন- এইসব সুশিলকথা বার্তা কথা লিখতে ইচ্ছে না। প্রতিটা শব্দের আগে গালি দিতে ইচ্ছে হচ্ছে।
এখন, আমরা কি করতে পারি?
অক্ষমদের মত- কিবোর্ডে কিছু গালির তুবড়ি ছুটিয়ে ক্লান্ত হয়ে বিফোর ইউ মিউজিক চালিয়ে ঘুমিয়ে পড়তে পারি, নিজের মা বোনদের কোন হিন্দি চ্যানেলে সিরিয়াল দেখা অবস্থায় পাশের সোফায় বসে হিন্দি চ্যানেলও দেখতে পারি!
অথবা যতটা সম্ভব প্রতিবাদ করতে পারি-
আন্তর্জাতিক মিডিয়াগুলোতে রিপোর্ট পাঠাতে পারি-
আনন্দবাজার:
http://www.anandabazar.com/feedback.html
হিন্দুস্তানটাইমস:
HT Media Limited
Hindustan Times House
18-20, Kasturba Gandhi Marg
New Delhi - 110 001, India
Email:
প্রেস কাউন্সিল ইন্ডিয়াঃ
The Secretary,
Press Council of India,
Soochna Bhavan, 8-C.G.O. Complex,
Lodhi Road, New Delhi-110003
Emails : , ,, pcibpplevy @gmail.com , pcibpplib @gmail.com, pcibppeditorial @gmail.com,pcibppaccount @gmail.com, , , pcibppds @gmail.com
List of Telephone Numbers on EPABX
24366746
24366405
24366404
24366747
24366745
24366749
24366403
24366425
এছারা আন্তর্জাতিক মিডিয়া
বিবিসিঃ View this link
সিএনএন:
View this link
ভয়েস অফ আমেরিকা
Contact Us
ইউএন:
http://www.un.org/en/peace/
The Guardian, UK
Daily Mail, UK
The New York Times
এবং একই সাথে বর্জন করি নিম্নোক্ত ভারতীয় পণ্য:
> এয়ারটেল (Airtel) [আপনার Airtel sim টা ফেলে দিন, আপনার নিশ্চয়ই আরও sim আছে]
> Lays chips, Kurkure chips [Lays এর বিকল্প বাংলাদেশি Sun chips, একই স্বাদ, দাম কম]
> Cadbury, Chlormint, Alpenliebe, centerfresh, mentos, air action, chocolate [বাংলাদেশি অনেক মানসম্মত চকলেট আছে, chocolate কেনার আগে পেছনে দেখে নেবেন দেশি company’র নাম]
> Hajmola, Dabur products [হাজমলা, ডাবুর চবনপ্রাস, ডাবুরের সব পণ্য]
> Parle G এবং অন্যান্য ভারতীয় বিস্কুট। [বাংলাদেশি biscuit এর মান ওদের চেয়ে অনেক ভালো!]
> Micromax, Hitech, Karbonn, Lava মোবাইল সেট।
> Maruti, Swaraz Mazda, Tata, Hindustan গাড়ি ও ট্রাক। [আমরা তো জাপানিতেই অভ্যস্ত, এখন ভারতীয় গুলো না কিনলেই চলে]
> Bajaj pulsar, TVS, Hero Honda, Yamaha (India Made) [দেশি Walton একদম খারাপ না]
> Videocon, Whirlpool (India Made) [দেশি Walton অথবা ভারতীয় ছাড়া অন্য Brand কিনুন]
> Titan ঘড়ি [অনেক সমমানের ঘড়ি বাজারে আছে এরচেয়ে কম দামে!]
> VLCE, Dermo viva, Chic, Veet, Vatika (Dabur), Medimix, Set Wet, Softee, Himalaya, Garnier, Lakme (লাকমে) কসমেটিকস, ফেসওয়াশ, মেকাপ আইটেম ও ক্রিম. [দেশি ব্র্যান্ড এর গুলো খুঁজে নিন, square, cute, keya, kohinoor এর মানসম্মত দেশি কসমেটিকস আছে, কসমেটিকসের ক্ষেত্রে ভারতীয়র বদলে থাইল্যান্ডের টা খুঁজে নিন]
> Colgate (India Made), Meswak, Dabur Red, Active টুথপেস্ট [দেশি টুথপেস্ট অনেক ভালো]
> Jatak, Set wet, Wild Rain deodorant spray (পারফিউম ও স্প্রে)
> Cello, Montex, Nataraj, Camel পেন্সিল, রঙপেন্সিল, কলম, রঙ।
> Whisper toiletries.
> Asian Paint, Fevicol. (বিকল্প অনেক রঙ আছে বাজারে)
> Raymond ফেব্রিক ও টেইলর.
> সবরকম Dabur (ডাবুর), Godrej (গোদরেজ) ও Amul (আমুল) পণ্য।
> Birla Ultratech Cement বিড়লা আলট্রাটেক সিমেন্ট ও বিড়লার সব পণ্য [আমাদের দেশি সিমেন্ট বিদেশে রফতানি হয়! ওদেরটা কেন কিনবেন?]
> Ujala (ঊজালা), হুইল (Wheel) সাবান, নীল ও Detergent (এদের চেয়ে উন্নত দেশীয় অনেক পণ্য আছে)
> দোকানে পেঁয়াজ, রশুন, ডাল কেনার সময় ইন্ডিয়ান এর পরিবর্তে অন্যটা খুঁজবেন। [হয়ত এখনি ভাল বিকল্প পাবেন না তবে চেষ্টা করতে থাকলে আমাদের নিজেদেরই স্বয়ংসম্পূর্ণতা আসবে]
> Soffola gold সয়াবিন তেল, Dalda বনস্পতি [অন্য অনেক সয়াবিন তেল ও বনস্পতি তেল আছে বাজারে]
> Parachute নারিকেল তেল [জুই, লালবাগ এইসব নারিকেল তেল ব্যবহার করুন, একজন কেমিস্ট আমাকে বলেছে Parachute নারিকেল তেলে সবচেয়ে বেশি artificial কেমিকেল থাকে]
> Hero, Atlas সহ অন্যান্য ভারতীয় সাইকেল ও ভারতীয় সাইকেল পার্টস।
[বিকল্প আছে বাজারে]
> Hawkins, Prestige প্রেসার কুকার ও ক্রোকারিজ [বাংলাদেশি কিয়াম Kiam ব্যবহার করুন, মান ভাল দামও কম]
> Archies greetings card [এখন আজাদ, আইডিয়াল এদের ভাল কার্ড পাওয়া যায়, একটু খুঁজে নিন]
> Arvind, Raid & Tailors ভারতে তৈরি সার্ট, প্যান্ট ও সুট এর কাপড় [বাজারে আমাদের নিজস্ব অল্প কিছু কাপড় আছে তবে কোরিয়ান সহ আরও অনেক ব্র্যান্ড পাওয়া যায়]
> সানন্দা, আনন্দলোক (ভারতীয়), stardust সহ অন্যান্য ভারতীয় বিনোদন ম্যাগাজিন (internet এর যুগে কি আসলেই ওদের পত্রিকা কিনে পড়ার দরকার আছে?)
> ভারতীয় শাড়ি ও অন্যান্য জামা [শাড়ি কেনার জন্য দেশিটা বেছে নিন... প্রাইড, জনি প্রিন্ট সহ আরও অনেক উন্নত মানের শাড়ির আছে, এছাড়া মিরপুরের কাতান, জামদানি এদের উপরে ভালো শাড়ি ভারতেও কম হয়]
> Starplus, Zee, Sahara সহ সব ভারতীয় Channel (যারা ভারতীয় পন্যের Advertisement দেখায়)
[এইসব Channel এ Parental Lock দিয়ে রাখুন, বিশ্বাস করুন, এই Channel গুলো না দেখলে ভারতীয় পন্যের প্রতি আপনার আকর্ষণ আপনাআপনি অর্ধেক হয়ে যাবে!]
কৃতজ্ঞতা:
বিএসএফের অপকর্ম প্রকাশ করল এনডিটিভ, এখন আমাদের দায়িত্ব এটাকে বিশ্ববাসির নিকট ছড়িয়ে দেয়া।
আজ থেকে সচেতন ভাবে ভারতীয় পন্য ব্যবহার বন্ধ করলাম।
এখন একটা কথাই মুখ থেকে আসছে - অভিশাপ দিচ্ছি! আমার বোন ফেলানীর রক্ত, আমার ভাইদের রক্ত রজ্জিত বিএসএফ ধ্বংস হোক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।