আমাদের কথা খুঁজে নিন

   

"মানবতা মানুষের জন্য শুয়োরের জন্য না"

https://www.facebook.com/tanvir.mh আজ একটা সাধারণ মানুষ যদি মারা যায় সেই দোষ জামাতের উপর বর্তাবে, একটি পুলিশও যদি মারা যায় সেই দোষ জামাতের উপর বর্তাবে। তাদের পক্ষের কেউ মারা গেলেও সেই দোষ তাদের উপরই বর্তাবে। জামাত কোনটাই এড়াতে পারবেনা। তারা বিচারকের রায়ের বিরুদ্ধে গিয়ে শান্তিপূর্ণ কোন কর্মসূচি দেয়নি। ধর্মান্ধ মানুষের এই হানাহানি প্রমাণ করে তারা যে জন্মান্ধ।

তাদের এখনও চোখ খুলেনি। সাইদীর মৃত্যুর পর তার চোখ দুটি অন্তত ২ জন ধর্মান্ধ জন্মান্ধকে দান করা হোক। সাইদী যেইটা বলছে সেটাই হয়েছে তাদের কাছে আইন। তাদের জন্য কোনই সমবেদনা নাই। মানবাধিকার কর্মীরা যতই চিল্লাক না কেন রাহাজানি ঠেকাতে কিন্তু তারা এগিয়ে আসবেনা।

সুন্দর এসি রুমে বসে দেশ উদ্ধার করতে পারবে। কিন্তু এই ধ্বংস লীলা ঠেকাতে এগিয়ে আসবে পুলিশ। পুলিশ চুপ থাকলে যদি নিউজ ফিডে দেখেন জামাত নিহত ২ আর পুলিশ নিহত ৩২ তখন কেমন লাগবে? জামাত চ্যাপ্টার ক্লোজ করার সময় আসছে। লাইনে আসুন। শান্ত থাকুন।

দেলু তার যোগ্যতা অনুযায়ী রায় পেয়েছে। কাদের মোল্লার মত তাকে ঠকানো হয়নি। আর তারা হরতাল ডাকলেও তা যেন আর কোন মিডিয়ায় না বলা হয় যে "হরতাল ডাকছে জামাত শিবির"। তারা কি অধিকারে হরতাল ডাকে?পাকিস্তানের পিপলস পার্টি যদি বলে বাংলাদেশে সানডে মানডে হরতাল তখন বিষয়টাকে হেসে উড়িয়ে দেয়া ছাড়া আর কিছুই করার নেই। তারা এই দেশের কেউ না।

এই দেশের কুলাঙ্গারও না। আগেও বলেছি এখনও বলছি "মানবতা মানুষের জন্য শুয়োরের জন্য না" তানভীর মাহমুদুল হাসান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।