....ভালো ভাবে বাঁচতে ভালোবাসি.......... ভালোবাসায় খাদ ছিলো না; প্রেমের জলে বাধ ছিলো না; খুব বেশি তো স্বাধ ছিলো না; ছোট্ট জীবনটাতে, কাটিয়ে দিতাম এমনি করেই হাত রেখে তোর হাতে। ওইটুকুন-ই দিস তো আমায় আর কিছু না পাই, কুয়াশা পড়া সন্ধ্যে বেলায় তোকেই শুধু চাই। চাঁদের পাশেই বসবে যখন সব তারাদের মেলা, সেই সময়ে করলি নাহয় চাঁদকে অবহেলা, এক নিমেষেই পুরলি মুঠোয় সব তারাদের দল, তোর তো জানি স্বভাব এমন কি আর বলবো বল? তবুও মানবো সব কথা তোর বলবি তুই আজ যা-ই, কারন কুয়াশা পড়া সন্ধ্যে বেলায় তোকেই শুধু চাই। আবোল তাবোল ভীষন বকে; কিংবা ভীষন চুপটি থেকে; একলা আমায় জাগিয়ে রেখে; ঘুমিয়ে যখন গেলি, জানিস কি তুই ততক্ষনে? কৌশলে খুব সঙ্গোপনে; এই আমাকে ডোবাচ্ছে তোর, প্রেমের চোরাবালি। আবার যখন রাত ফুরাবে, দিনের আলোয় চোখ জুড়াবে, ঘুম ভাঙ্গিয়ে উঠবি তুইও সবার পৃথিবীতে, তখনও ঠিক অবাক আমি মুগ্ধ চোখে তাকিয়ে রব, যেমন ছিলাম রাতে। হয়ত তখন সামলে নিবি; এলো চুলে হাত বুলাবি; আপন মনেই পা বাড়াবি; ফিরতি পথের পানে, হয়তবা তুই ঘাড় ঘুরাবি বলবি বিদায বাক্য বিনা চোখের হাসির টানে। যাবার বেলায় সেই কথাটাই জানিয়ে দিলাম তাই, কুয়াশা পড়া সন্ধ্যে বেলায় আবার তোকেই চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।