আমাদের কথা খুঁজে নিন

   

"ধুসর কুয়াশা"



আধারে ঘেরা এক অজানা শহরেতে! হেঁটে চলেছি আমি মরুর প্রান্তর জুড়ে, স্বপ্ন গুলো উকি দেই সৃতির জানালায় ক্লান্ত দু চোখ, এক রাশ রৌদ্র হাতে নির্ঘুম দুটি চোখে রাত্রি যাপন শেষে স্বপ্নিল মেঘেরা দূরে ডানা মেলে ভাসে, হারিয়ে যাওয়া পথটায় কেন সেই পথ চলা? পড়ন্ত বিকেল বেলা একটু ভেবে মনে করা, আবেগী এই মন শুধু কি খুজে ফেরে? অনুভূতি গুলো ছুড়ে দেই, আমি নীল আকাশের ভাজে!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।