প্রদীপ এর নিচে অন্ধকার "কঠিন কর্মসূচি দিলে বিএনপি-জামাত লাভবান হবে...", "রুমি স্কোয়াডের নেতৃত্বে আছে বজলুল হুদার ছেলে/ভাতিজা...", "রুমি স্কোয়াড গণজাগরণকে বিভক্ত করার ষড়যন্ত্র...", "রুমি স্কোয়াড হচ্ছে প্রজন্ম চত্বর হতে বহিষ্কৃত 'নাস্তিক' ও 'চীনা বাদাম' ভার্সন...".... ম্যা... ম্যা... ম্যা... ১/ গণজাগরন কী যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে অবস্থান নিয়েছে? না কী আওয়ামী লীগের লুঙ্গীর গিঁট ধরে রাখার দায়িত্ব নিয়েছে, যে কঠিন কর্মসূচি দেয়া যাবে না? ২/ মুক্তিযোদ্ধা বজলুল হুদার কোন ছেলেই নাই, আর ভাতিজা রজতও এই আন্দোলনের সাথে নাই। আর থাকলেই বা সমস্যা কী ছিলো? যাঁর যাঁর কর্মে তাঁর পরিচয়। প্রধানমন্ত্রী যদি রাজাকার পরিবারে মেয়ে বিয়ে দিতে পারেন, গণজাগরণের মোমবাতি-বেলুন নেতা যদি রাজাকারের নাতি হতে পারেন তাহলে মুক্তিযোদ্ধা বজলুল হুদার ছেলে/ভাতিজা নেতৃত্বে থাকলে সমস্যা কী? ৩/ যাঁরা বুকের মধ্যে আম্লীগের চেতনা না ধারণ করে মুক্তিযুদ্ধকে ধারণ করেন, তাঁরা যদি মোমবাতি-বেলুন মার্কা কর্মসূচীর আঁতাত থেকে বেড় হয়ে নিজেরাই মূলধারা হয়ে উঠতে পারেন সমস্যা কী? নেতৃত্ব হাতছাড়া হবার ভয়? এবার কী তাহলে মুশতারী ...শফি আর শাহরিয়ার কবীরের মত কিছু বিনোদনমূলক কাঁদা ছোড়াছুড়িও দেখতে হবে? ৪/ নাস্তিকতা নিয়ে দেখি জাগরণ মঞ্চেও রাজনীতি হয়! তাহলে আর মাহামুদুর রহমান বা প্রিন্সিপাল শফীকে দোষ দেয়া কেন? চীনপন্থী কম্যুনিস্টদের এত ভয় কেন? মস্কোপন্থীদের মতো তাঁরা আম্লীগের পা চাটে না তাই? বেঁচে থাকো ছুঁচো-ইঁদুরের দল। যে কোন স্বতস্ফুর্ত আন্দোলনকে জবরদখল করে তার তেইশ-চব্বিশ মারার কাজে তোমরাই পারদর্শী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।