আমাদের কথা খুঁজে নিন

   

বাস্তবতা এত কঠিন কেন?

পৃথিবীটা আসলেই কেমন যেন

মানুষ এত স্বার্থপর হয় তা আগে আমার জানা ছিল না। নিজের স্বার্থে জন্য কি না করতে পারে এই মানব জাতি। দূর থেকে মানুকে চেনা যতটুকু না কষ্ট মানুষের কাছে থেকেও মানুষের আসল চেহারাটা বুঝা আরও বেশী কষ্টকর। আমাদের মত যারা মধ্যবিত্ত পরিবারে গড়ে উঠেছি নিম্নবিত্ত এবং উচ্চবিত্তের চেহারাটা খুব সহজেই বুঝতে পারি। কিন্তু একটা নিম্ন বা উচ্চবিত্তের মধ্যে তা দখা যায় না। আমরা যারা গাও গ্রামে বাস করি খুব সহজেই এক পরিবারের থেকে অন্য পরিবারের গভীর একটা প্রতিবেশীর সম্পর্ক বজায় রাখে। অন্যদিকে শহরের একই বিল্ডং এ বসবাস করে অথচ কারো কোন খোজঁ খবর কেউ জানে না। আমার প্রশ্ন আসলে বাস্তবতা এত কঠিন কেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।