আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহর পথে খরচ

১. হে ঈমানদারগণ,আমি তোমাদেরকে যে রিযিক দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় কর,সেদিন আসার পূর্বে যেদিন কোন বেচা-কেনা বা বন্ধুত্ব এবং সুপারিশ কিছুই কাজে আসবে না। সূরা বাকারা-২৫৪ ২. আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি,তোমাদের কারো মৃত্যু আসার পূর্বেই তা থেকে ব্যয় কর। নতুবা মৃত্যু এসে গেলে তখন সে বলবে,হে আমার রব আমাকে আরো কিছু দিন অবকাশ দিন যাতে আমি দান ছদ্কা করতে পারি এবং ভাল লোকদের অন্তর্ভূক্ত হতে পারি। সূরা মুনাফিকুন-১০ ৩. যারা আল্লাহর পথে স্বীয় ধন সম্পদ ব্যয় করে তাদের দৃষ্টান্ত হচ্ছে এমন একটি শস্য বীজের মতো, যা থেকে উদ্গত হয় সাতটি ছড়া বা শীষ, প্রতিটি শীষ থেকে উৎপন্ন হলো একশতটি শস্য। আর আল্লাহ যার জন্য চান তাকে আরো অধীক হারে বর্ধিত করে দেন। আল্লাহ হচ্ছেন বিপুল দাতা ও মহাজ্ঞানী। সূরা বাকারা-২৬১ ৪. আবু হুরাইরা (র থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (স বলেছেন, মহান আল্লাহ বলেন, হে আদম সন্তান তুমি আল্লাহর পথে দান কর তাহলে তোমাকেও দান করা হবে। বুখারী ও মুসলীম, রি: সা:-৫৪৯ ৫. আদী বিন হাতিম (রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (র বলেছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা কর তা যদি অর্ধেকটা খেজুর দান করেও হয়। বুখারী ও মুসলিম, রি: সা:-৫৪৬

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.