ঊষর মরুর ধূষর বুকে একটি যদি শহর গড় , একটি হৃদয় সুখী করা তাহার চাইতে অনেক বড় । ক্লোরোফ্লোরো কার্বন বায়ু মণ্ডলের ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী , আর্ ,তোমার মন আমার । অক্সিজেন বহন করে রক্তের লহিতো কনিকা আর , আমার হৃদয় বহন করে তোমাকে । বায়ুমণ্ডলের কার্বন-ডাই - অক্সাইড গ্রিনহাউজ ধ্বংসের জন্য দায়ী, আর , তোমার বেখেয়ালিপনা ধ্বংস করে আমার সত্তা । পাতার ক্লোরোফিল সবুজ বাদে সকল বর্ণকে শোষণ করে , আর , তোমার সিমাবদ্ধতা আমার আকাঙ্খাকে । কোথাও না কোথাও নিরক্ষরেখায় দিনরাত্রি সমান হয়, কিন্তু তোমার আমার মিলন এই জিবনে ? আমি জানি তা কখনোই হবার নয় !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।