আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার বৈজ্ঞানিক সংজ্ঞা

.............. শাফিক আফতাব ................... ভালোবাসার ভারে নুয়ে পড়ে পল্লবিত বৃক্ষ কুঁজো হয় শীতখেজুরের গাছ রসের ভাণ্ড ফুটো হয়ে গলে গলে পড়ে ভালোবাসা, ভালোবাসার ভারে অন্ধকারে জন্ম হয় সতেজ উত্তরাধিকার। ভালোবাসা মানুষকে কুঁজো করে, পূর্ণ করে, আবার রুগ্ন করে ক্ষুধামন্দায়, ভালোবাসা পাষাণে ফোটায় সাদা শাদা থোকা থোকা ফুল, ভালোবাসা তবু কারো জীবনে ভুল, আসলে ভালোবাসা বলে কিছু নেই কামোত্তেজনার এক শৈল্পিকরূপ, আর যৌনতার নগ্নরূপ ভালোবাসার অন্য পিঠ, ভালোবাসার পর্দার আড়ালে থাকে কামবাসনা, এই কামনার নান্দনিক রূপই প্রেম ; প্রেমেই শাশ্বত সুন্দর রূপ ভালোবাসা। ভালোবাসার ভারে নুয়ে পড়ে পল্লবিত বৃক্ষ ভালোবাসার ভারে অন্ধকারে জন্ম হয় সতেজ উত্তরাধিকার আসলে ভালোবাসা হৃদয়ের প্রদাহের মার্জিত রূপ, ঝিনুকের প্রদাহের ফল যেমন মুক্তা ; আহা ! ভালোবাসার অপর নাম মনি মুক্তা হীরা সাত রাজার ধন, অমূল্য রতন। ১০.০২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.