আমাদের কথা খুঁজে নিন

   

Accident এ ভালাবাসার গল্প !

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! সকাল বেলার ঘুম আমার সব থেকে প্রিয় ! এই সময় কেউ যদি ফোন করে খাজুরে আলাপ শুরু করে তাহলে মেজাজটা কার ভাল থাকে ? সকাল থেকে দুই জন এমন খাজুরে আলাপ শুরে এমনিতেই মেজাজ টা খারাপ করে দিয়েছিল ! এগারোটার দিকে মা ফোন করে বলল -তোর ভাই রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে ! এখন ঢাকায় আছে ! ১২ টার ভিতর নিউমার্কেটে গিয়ে দেখা কর ! কিছু বলতে পারলাম না ! আর যাই হোন মায়ের উপর কথা বলার সাহস এখনও হয় নাই ! মেজাজটা খারাপ নিয়েই উঠতে হল ! মেজাজ গরম হল ভাইয়ের উপর ! এমন সব কাজ কারবার করে না এই বয়সে ! বুড়া বয়সে ভিমরতি !! কি রে ভাই বাড়ি ছেলে চলে যাবি ভাল কথা ! ঢাকায় আসার কি দরকার ? ঢাকায় আসো আর আমাকে ঝামেলায় ফেলো !! বাসের ভরসায় গেলাম না ! ইদানিং মোহাম্মাদপুর থেকে সব বাস গুলো লোকাল হয়ে গেছে । প্রত্যেকটা স্টপেজে গিয়ে দাড়িয়ে থাকে ! যতক্ষন না যাত্রী আসে ! আগে জানতাম বাস আসবে যাত্রীরা অপেক্ষা করবে আর এখন এই বাসে উঠলে মনে হয় যাত্রীর জন্যই বাস দাড়িয়ে থাকে ! কোন কোন দিন তো মনে হয় বাসের হেলপার রা যাত্রীদের বাসা থেকে ডেকে আনে ! রিক্সা করেই রওনা দিলাম ! মা বলেছিল ১২ টার ভিতর না পৌছালে নাকি ভাইয়া চলে যাবে ! সংকরের কাছে এসে বিশাল জ্যাম বেধে গেল ! আমি চু চাপ বসে রইলাম বিরক্ত হয়ে ! এখন আমার ঘুমানোর কথা ছিল কিন্তু এখন এই রোদের পুরে জ্যামের ভিতর আটকে আছি ! বিরক্ত আর বিরক্ত........। বাঁ দিকে চোখ ঘুরেতেই আমার চোখ আটকে গেল পাশের রিক্সার দিকে ! একটা মেয়ে আমার মতই বসে আছে ! পরনে কালো জিন্স আর নীল কামিজ ! কানে হেড ফোন ! আমি একটু হলাম এই দেখে যে মেয়েটা রিক্সায় হুড টা তুলে নাই ! মেয়েরা সাধারনত রিক্সায় হুড তুলে বসে তাহলে এই রোদের ভিতর মেয়েটা এমন আচরন কেন করছে ? কি জানি ? যা করে করুক ! এই মেয়ে আমার টাইপের না ! আর আমাকে বেলও দেবে না ! খামোখা সময় নষ্ট করে লাভ নাই ! আমি আবার বিরক্ত হওয়ায় মন দিলাম ! বড় ভাইয়ের মেজাজ টা খারাপ হতেই থাকলো ! সিগনাল ছাড়লো কিছুক্ষন পরেই ! আর তখনই সব রিক্সা গুলো রেস শুরু করে ছিল ! কে আগে যেতে পারে ! মেয়েটার রিক্সা আর আমার রিক্সাটা একদম পাশা পাশি চলছিল ! দুটো রিক্সাতেই বেশ গতি ছিল ! আমার কেন জানি ভয় করছিল এই ভেবে যে কোন দুর্ঘটনা না ঘটে যায় ! আমার মনের কথা মনেই রয়ে গেল ! তখনই একটা আওয়াজ শুনতে পেলাম ! রিক্সার চাকা ভাঙ্গার শব্দ ! কয়েক মুহুর্তের ভিতরেই ঘটনা টা ঘটলো ! আমার রিক্সা আর মেয়েটার রিক্সা দুটো পাশাপশি চলছিল ! পাশাপাশি চলার ফলে এতো কাছে চলে এসেছিল যে দুটো রিক্সার পিছনের চাকা একে ওপরের সাথে লেগে গেল ! তখনই বাধলো বিপত্তি ! মেয়েটা যে রিক্সাটায় ছিল সেটার চাকা ভেঙ্গে গেল নিমেষেই ! এর ফলে দুইটা ঘটনা ঘটলো ! রিক্সাটা একটু বাকা হয়ে গেল ! মানে আমার রিক্সার দিকে কাত হয়ে গেল ! মেয়েটা ঠিক পরে যাচ্ছিল আমি মেয়েটার হাত ধরে ফেললাম ! মেয়েটা এত চমকে উঠেছে যে চিৎকার করতে ভুলে গেছে ! আসলে রিক্সাটা যেহেতু আমার দিকেই বাঁকা হেয় গেছিল মেয়েটা আমার দিকেই আসছিল ! মেয়েটাকে কোন মতে পতনের থেকে রক্ষা করলাম ! রিক্সা থামিয়ে ততক্ষনে দুই রিক্সাওয়ালা ঝগড়া শুরু করে দিয়েছে ! আমি মেয়েটার হাত ধরেই নামালাম রিক্সা থেকে ! বললাম -আপনার লাগে নাই তো ! মেয়েটা একটু শকড হয়েছিল ! কিছুক্ষন পরে নিজের ভিতর ফিরে এসে আমাকে বলল -না ঠিক আছি ! ভাগ্যিস আপনি ধরেছিলেন ! আমি হাসলাম ! -না ! এ আর কি ! এমন একটা ভাব যে এই রকম দুচারটা কাজ আমি প্রতিদিনই করি ! মনে মনে বললাম সুন্দরী তোমাকে বাঁচাতে আমার মত নায়কই তো আসবে ! মেয়েটির হাত তখনও ধরে আছি ! আহা ! কি নরম তুল তুলে হাত ! মনে হল এই হাত জীবনে না ধরলে আমার জীবন বৃথা হয়ে যেত ! মেয়েটি যখন লক্ষ্য করলো আমি তার হাত এখনও ধরে আছি তখন একটু হাসলো ! তারপর বলল -এখন আমি আর পরবো না ! আমি ঠিক আছি ! আপনি আমার হাত ছেড়ে দিতে পারেন ! আমিও একটু হেসে হাত ছেড়ে দিলাম ! আমাদের দুই রিক্সাওয়ালা তখন কলহে লিপ্ত ! কার দোষ এটা প্রমানের চেষ্টা ! আমি বললাম -এখানে দাড়িয়ে থেকে লাভ নাই ! চলুন যাওয়া যাক ! -হুম ! -আপনি কোথায় যাবেন ? -এই তো একটু ষ্টার কাবাবে ! আমি বললাম -আরে তাই নাকি ? আসলে আমিও টো ঐ খানেই যাচ্ছি ! এই সময়ে স্টারের কাচ্চি না খেলে আমার হয় ই না ! চলুন এক সাথে যাওয়া যাক ! মেয়েটা কি যেন ভাবলো ! ভাবছে আমার সাথে এক রিক্সায় যাওয়া ঠিক হবে কি না ! আমি একটা অপরিচিত ছেলে ! আবার ভাবছে আমি তাকে একটু আগে দুর্ঘটনায় হাত থেকে বাঁচিয়েছি ! ঠিক সিদ্ধান্ত নিতে পারছে না ! আমি বললাম -কোন সমস্যা ? -না না ! কোন সমস্যা না ! চলুন যাওয়া যাক ! আমরা ঐ দুজন কে রিক্সা ভাড়া দিয়ে নতুন রিক্সায় উঠলাম ! একসাথে মেয়েটার সাথে ! একটু আগে মেয়েটাকে পাশের রিক্সায় দেখছিলাম আর এখন মেয়েটা আমার পাশে আমার সাথেই যাচ্ছে রিক্সা করে যাচ্ছে ! এই না হলে কপাল ! মেয়েটাকে এখন কি বলা যায় ? এমন কিছু বলতে হবে যাতে মেয়েটা আমাকে এটু গুরুত্বের সাথে নেয় ! প্রথম বারে যদি বিড়াল মারা যায় তাহলেই কেল্লা ফতে ! নাম দিয়ে শুরু করা যাক ! আমি নাম জানতে যাবো কিন্তু মেয়েটাই আগে আমাকে আমার নাম জিজ্ঞেস করে ফেলল ! বাহ ! ভেরি ফার্ষ্ট !! -নাম কি আপনার ? -আমার ? আমি তানভীর ! মেয়েটা একটু মিষ্টি করে আসলো ! তারপর বলল -তানভীর আমার এক মামার নাম তানভীর ! উহু !! এটা আবার কি কইলা ? আমারে মামা বানাইয়া দিলা ! মেয়েটা বলল -আমার নাম জেরিন ! আপনার সাথে পরিচিত হতে পেরে ভাল লাগলো ! আরো টুকটাক কথা বলতে বলতেই ষ্টার কাবাবের কাছে পৌছে গেলাম ! আমার কাছে মনে হল ইস সময় এতো জলদি কেন যায় ? অন্যান্য দিন যখন জয়ামে বসে থাকি তখন তো এতো জলদি আসে না ! আর আজকে পাশে এাট সুন্দরী মেয়ে রয়েছে, কোথায় একটু লম্বা জার্নি হবে ! তা না ! ফট করে চলে এল ! যাক তবুও মেয়েটার সাথে আরো কিছু সময় কাটান যাবে রেষ্টুরেন্টের ভিতরে ! এটাই বা কম কি ? কিন্তু রিক্সা থেকে নেমেই আমার সেই ভুল ভাঙ্গলো ! আমরা যখন রিক্সা থেকে নামলাম দেখলাম একটা ছেলে এগিয়ে আসলো আমাদের দিকে ! সামেন এসে আমাকে যেন দেখতেই পাই নাই এমন একটা ভাব করে জেরিনকে বলল -কি ব্যাপার এতো লেট করলে কেন ? জেরিন বলল -আর বল না ! রিক্সা এক্সসিডিং করেছিল ! -কি বল ? ছেলেটা চিৎকার করে উঠল ! -তুমি ঠিক আছো বেইবি ? বেইবি ? রাস্তা ঘাতে মাইয়ারে বেইবি ডাকোস ! ফাজিল পোলা ! জেরিন বলল -আরে ! আমার কিছু হয় নাই ! এই ভাইয়াটা ছিল বলে ! না হলে আমার খবরই ছিল ! দেখলাম ছেলেটা এবার আমার দিকে ফিরলো ! আমাকে খুব একটা পছন্দ করলো বলে মনে হল না ! এমন একটা ভাব এই পাবলিক আবার কোথা থেকে আসলো ? কোন রকমে বলল -ভাইয়া ধন্যবাদ ! আমিও বললাম -না ঠিক আছে ! এমন সময় জেরিন বলল আচ্ছা ভাইয়া আপনি থাকেন ! কাচ্চি খান ! আমরা একটু আসছি ! জেরিন ছেলেটা হাত ধরে চলে গেল ! আর একবার ফিরেও তাকলো না ! বদ মাইয়া !! আগে কইবি না তোর বয়ফ্রেন্ড আছে !! হু !! এইসময় আমার মোবাইল বেজে উঠল ! ভাইয়া ! আমি ফোন রিসিভ করলাম ! -এই তুই কইরে ! -এই তো আসতেছি ! -আমি কতক্ষন ধরে দাড়িয়ে আছি ! জলদি আয় ! -এই তো আসছি ! আমি আবারও নিউমার্কেটের দিকে রওনা দিলাম !! ফেবু লিংক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।