এসো আবার চড়াই উৎড়ই.......... সবে কলেজ উঠি উঠি করব এসময় এক বন্ধুকে বলেছিলাম যা মাংস তা ভক্ষণ কর ও যে মানুষ তাকে শ্রদ্ধা কর।
নর ভাবে আমি বড় নারী ঘেষাঁ
---------নারী ভাবে নারী বিদ্বেষী।
যাই হোক সভ্যতার প্রকটতায় আজ স্পষ্ট হয়ে উঠেছে মাংসময় পণ্যসমূহের খাত গিরিপথ ও উপত্যকা মাঝে মাঝে আগ্নেয়উৎপাত ও বাষ্পিয় লাভায় স্নান।
কবি-সাহিত্যিক ও তথাকথিত বা আসলেই নারীবাদীরা যা বলেন বা বলতে চান তা হল নারী মুক্তি, এই মুক্তি মানে ভোগ্য পণ্য হয়ে উঠা নয় এই মুক্তি সভ্যতায় অবদানের, জ্ঞানের, চিন্তার, অধিকারের মুক্তি আর কেউ যদি ভেবে থাকেন যে ইহা প্রলোভন মাত্র তার আড়ালে ভোগের, আখোসে বলৎকার করণে কি, উশৃংখ্যলতা ও বেলেল্লাপনাকে প্রশ্রয় দেয়ার জন্য তাহলে তার মাথার চুল যথেষ্ট ঘন বলেই আমরা ধরে নিব।
যদি পোশাক পরিবর্তন করা যায় তবে কেউই অন্তত তথাকথিত পুরুষ সম্প্রদায়ের কেউই রাজি হবেন না, বলতে পারেন যে ছাইয়্যা, ছাইয়্যা জেনারেশনে সবই সম্ভব তবে এটুকু বলব শার্ট-প্যান্ট, টি-শার্ট ট্রাউজার-পাজামা অনেক বেশী স্বাচ্ছন্দ্যময়
----যে যুগে প্রতিটি নারী ঘরে থাকত
---------তখনও বেশ্যা ও সীতা ছিল
---------এখনও যখন ১০ ভাগ নারী কর্মক্ষেত্রে যায়
---------------এখনও বেশ্যা ও সীতারা আছেন।
প্রশ্ন হল আপনি যদি ভাবেন আপনি বেশ্যা হয়ে যাবেন, তবে বলে রাখি অন্যের উপার্জন ভোগ করে তাকে প্রতিরাতে সুখ প্রদান ও তার দাসত্ব গ্রহণ, তারচেয়ে একজন বেশ্যা অনেক বেশী আত্মমর্যাদা বোধ সম্পন্ন, আপনার একটি বাড়ি আছে ভাড়া দিয়ে খাচ্ছেন আর একজন বেশ্যার একটি শরীর আছে ভাড়া দিয়ে খাচ্ছে, অবৈধ দখলদার লম্পট ভাড়াটিয়া সবখানেই থাকে।
প্রলয়ের শিখায় ইস্রাফিল ফুঁ দিয়ে উঠার আগে একবার ইয়া রব ইয়া রব বলে রাখি, আপনি ভেবে বসবেন না যে এখনই সৈকতে নগ্ন হয়ে পঢ়ে থেকে সান বাথ করতে বলছি, আমাদের ছেলেরা/পুরুষরা অতটা সভ্য হয়ে উঠতে পারেনি ওদের লালায়িত জ্বীব এবং পশুত্ব আজও অজস্র ধর্ষণের জন্ম দিচ্ছে। আর নারী আপনিও মানুষ হয়ে উঠবেন কি ? শিক্ষিত তো হচ্ছেন মানুষ হবেন কবে ? একটা চাকুরী পেলেই পুরোনো বয়ফ্র্যান্ডকে ভুলে যাচ্ছেন, মা-বাবা, শশুর-শাশুরী ভুলে যাচ্ছেন, আর্থিক সচ্চলতার সাথে আপনার অদিকারবোধের স্থানগুলো পরিবর্তিত হয়েছে আপনার পরচর্চার স্থান উঠান বা ঘরের কোঠর পেরিয়ে বিউটি পার্লার বা ক্লাব হয়ে উঠেছে, আপনার রান্নাঘরটাকে আপনি তুলে এনেছেন অফিসে এবং চোখের ইশারায় সিদ্ধ করছেন কারো কলিজা, পুড়াচ্ছেন কারো কারো ছনের ঘর, হাতের ছোয়ায় ভেঙ্গে দিচ্ছেন সন্নাসের ধ্যান। ভুলেই গেলেন অন্যায়ের প্রদিবাদে, মানুষ হতে গিয়ে, আপনি এখন হয়ে পরেছেন রক্ষিতা থেকে বাজারের বেশ্যা।
মানুষের আকার বা রূপ কেমন আমি জানিনা কেউ দির্দেশও করে দেয়নি, তবে বুঝতে পারি আমার আত্মার অনুপস্থিতিতে আমি মাংস বৈ আর কিছুই নই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।