একটি অনিয়মিত লিটল ম্যাগাজিন ভারতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মেয়েদের নামে অ্যাকাউন্ট খুলে অশালীন ছবি লাগান ও অশালীন বার্তা পাঠানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিআইডি। ধৃত ব্যক্তি একটি বেসরকারি ম্যানেজমেন্ট সংস্থার কর্মকর্তা। তাকে পাঁচ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
মেয়েদের নামে মিথ্যা অশ্লীল অ্যাকাউন্ট খোলার অভিযোগে বৃহস্পতিবার দমদম থেকে এই ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডির সাইবার ক্রাইম সেল। ধৃত হিমানিশ দাশগুপ্তকে কয়েকজন মহিলাকর্মীর অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করে সিআইডি।
তদন্তের শুরুতেই সিআইডি এই মিথ্যা অ্যাকাউন্টের ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস খুঁজে বের করে। এরপর আইপি অ্যাড্রেসের সূত্র ধরে কোন এলাকা থেকে এই প্রোফাইল তৈরি করা হয়েছিল এবং কার নামে রেজিস্টার করা হয়েছিল তা খুঁজে বের করেন সিআইডি কর্মকর্তারা। তারপরই তাঁরা অভিযুক্তকে গ্রেফতার করেন। ধৃত ব্যক্তির ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে সিআইডি। ধৃত ব্যক্তিকে জেরা করছেন সে দেশের গোয়েন্দারা।
আরো বিস্তারিত দেখতে ক্লিক করুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।