আমাদের কথা খুঁজে নিন

   

’৭১-এর এতিম শিশু নরওয়ের পপশিল্পী কোহিনূর এখন কক্সবাজারে

মানুষ হতে চাই। রাসেল চৌধুরী কক্সবাজার থেকে: ‘মা আমি তোমায় ভালবাসি। বাংলাদেশ আমি তোমায় ভালবাসি’। সাগরের বাঁধভাঙা ঢেউয়ের সঙ্গে ভাসিয়ে দিয়ে সুরালো আওয়াজ ছিল- ‘স্বদেশ প্রিয় মাতৃকা আমি তোমায় ভালবাসি। মা-বাবার মায়াভরা অবয়ব আমি খুঁজে ফিরি’।

এমনই আবেগময় গানের এক একটি লাইন আর ছন্দ-সুরের আবেশ ছড়িয়ে দর্শকদের বুকে শিহরণ জাগানো আর চোখের কোণায় পানি আনতে সময় লাগেনি নরওয়ের প্রখ্যাত পপ কণ্ঠশিল্পী কোহিনূরের। বুধবার রাতে কক্সবাজারের তারকা হোটেল সি-গালের নবম বর্ষপূর্তি অনুষ্ঠান লাইভ এট সি-গাল কনসার্টে সংগীত পরিবেশন করেন কোহিনূর। তিনি বাংলাদেশেই জন্মগ্রহণ করেছেন। বর্তমানে নরওয়ের প্রখ্যাত পপ তারকা শিল্পী। ’৭১ সালে পাকি সেনারা যখন বাংলাদেশের মানুষদের ওপর নির্মম নির্যাতন শুরু করে, মা-বোনরা তাদের ইজ্জত রক্ষায় যখন অন্যরকম যুদ্ধে, তখন কোহিনূর দুই বছরের শিশু।

তার মা-বাবা তাকে একটি দীঘির সিঁড়িতে রেখে পালিয়ে যায়। শিশু কোহিনূর মা-বাবা হারা হয়ে যায়। নিঃস্ব ও অনাথ হয়ে পড়ে সে। ওই সময় বাংলাদেশে কর্মরত থাইল্যান্ডের এক ডাক্তার দম্পতি কোহিনূরকে দিঘির সিঁড়ির কাছে কাঁদতে দেখতে পায়। শিশু কোহিনূরকে ওই দম্পতি ঢাকার ইসলামপুরে মাদার তেরেসা অনাথ শিশুআলয়ে দিয়ে চলে যায়।

শিশু আশ্রম থেকে নরওয়ের আরেক দম্পতি কোহিনূরকে তাদের দেশে নিয়ে যায়। কোহিনূর তাদের আদর স্নেহ আর ভালবাসায় বেড়ে ওঠে। এখন তিনি সেদেশের প্রখ্যাত সংগীত শিল্পী। গানে অসাধারণ নৈপুণ্যের জন্য দেশ-বিদেশে অনেক পদক তিনি অর্জন করেছেন। গত ৩রা ডিসেম্বর তিনি একটি ব্যান্ড দল লাইভ স্কয়ারের নিমন্ত্রণে ঢাকায় আসেন।

ওখান থেকে তিনি বুধবার রাতে কক্সবাজারে আসেন। কক্সবাজারে এসে গেয়েছেন মায়ের গান। ভালবাসার গান। কেড়েছেন উপস্থিত সবার মন। এ সময় দর্শক সারিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জয়নুল বারী, পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর, ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খালেকুজ্জামান পিএসসিসহ বিশিষ্ট ব্যক্তিরা।

গান পরিবেশন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমি আমার মা-বাবা, ভাইবোন সবাইকে খুঁজছি’। সেজন্য বাংলাদেশেও তিনি তিনবার এসেছেন। কিন্তু পাননি তার মা-বাবাকে। পেয়েছেন তার আপনালয়। সবুজ আর শান্তির প্রিয় মাতৃকা জন্মভূমি বাংলাদেশ।

জানালেন, কল্পনায় তিনি পিতামাতার ছবি আঁকেন। তাদের খুঁজে বেড়ান। ’৭১-এ মা-বাবা হারা নরওয়ের বাসিন্দা বাংলাদেশে জন্ম নেয়া কোহিনূর। তিনি তার জন্মভূমিকে পেয়ে সবকিছু যেন পেয়েছেন। তিনি এদেশের বিজয়কে ভালবাসেন।

তিনি শ্রদ্ধা করেন রণাঙ্গনের সেই বীর শহীদদের। তিনি এদেশের মাটি ও মানুষকে ভালবেসে সবকিছু ভুলে থাকতে চান। তিনি ঘাতক যুদ্ধাপরাধীদের বিচার চান। এরা কিন্তু সত্যিকারের দেশপ্রেমিক। স্যালুট ওনাদের ।

ওনার জন্য শুভকামনা দেশে এসে শেকড় সন্ধান করে ফেরার জন্য। সুত্রঃ মানব জমিন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.