আমার চোখে বর্তমান...
অনেক বন্ধু সুহৃদ চিন্তিত হয়ে প্রশ্ন করেন, জামাতকে নিষিদ্ধ করলে, যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করলে তারা দলগত ভাবে আরো সহিংস হয়ে উঠবে, আন্ডার গ্রাইন্ডে গিয়ে দেশকে পাকিস্তানের মতো অস্থিতিশীল করে তুলবে। তাদের প্রতি আমার এই পোষ্ট:
জামাতিরা হয়তো আরো সহিংস হয়ে উঠবে, আরো অনেক মায়ের কোল খালি হবে, কয়েক বছর ধরেই চলবে এর সাইড ইফেক্ট।
এখন একটু পাল্টা প্রশ্ন করি। ৭১ এ যুদ্ধে বাংগালীকে অপরিসীম আত্নত্যাগ করতে হয়েছিল। বাংগালীরা জানত যে এই অসমে যুদ্ধে তাদের অনেক ক্ষয়ক্ষতি স্বীকার করতে হবে।
তবে তারা জানত না আদৈা তারা সে যুদ্ধে জিতবে কিনা? জিতলে কতোদিনো: ৯ মাসে, না ৯ বছরে না ৯০০ বছরে? তবু কিন্তু তারা পিছপা হয়নি। সর্বোচ্চ ত্যাগ করার প্রস্তুতি মানসিকতা নিয়েই তারা যুদ্ধে ঝাপিয়ে পড়ে। আর তাই আমরা এখন কোন পাকিস্তানির বাসায় সুইপারের কাজ করছি না। আপনি, আমি তথ্য প্রযুক্তি ব্যবহার করে ব্লগ লিখছি, তাতে কমেন্ট করছি।
ধরে নিন, জামাত নিষিদ্ধ করলে আমাদের প্রজন্মকে বা আরো দুয়েক প্রজন্মকে মূল্য দিতে হবে অনেক।
কিন্তু আমরা গর্ব করে বলতে পারবো যে বাংগালী পাপীদের ছাড়েনি, পাপীদের সংগঠনকে নিষিদ্ধ করেই ছেড়েছে। তাদের বিচার করেই ছেড়েছে, ইন শা আল্লাহ।
জয় বাংলা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।