দুই পায়ে হাঁটি আর চার চোখে স্বপ্ন দেখি। মানুষের জন্য ভালবাসা, মানুষের জন্য! ১৯ ফেব্রুয়ারী ২০১৩, শাহবাগ (বাংলাদেশের হৃদয়)
মায়ের জন্মদাতা মায়ের সূর্য-সন্তানেরা,
আমাদের বুকের সবটুকু শ্রদ্ধা ও ভালবাসা নিও। হে মহান অগ্রজ যোদ্ধাগন, তোমাদের ত্যাগের বিনিময়েই পেয়েছি আমাদের বাংলাদেশ। আমরা কথা দিচ্ছি আমাদের প্রান থাকতে প্রিয় বাংলাদেশকে আর কলুষিত হতে দেবনা। তোমাদের মহান ত্যাগ আমাদের দিয়েছে শক্তি, দিয়েছে স্বদেশ।
আমরা দেশের শত্রুদের নিঃশেষ করেই ছাড়বো।
আমরা দুই প্রেমী অনেক আগে থেকেই এক হয়েছি, আমাদের সমস্ত ভালবাসার শপথ, তোমাদের জীবনের বিনিময়ে পাওয়া প্রিয় বাংলাদেশকে কলংকমুক্ত করবই করব। আর যেখানেই মানবতা অপমানিত হবে সেখনেই আমাদের লড়াই চলবে। আমরা দু'জন অবশ্যই প্রতিবাদী হবো সকল অন্যায়ের বিরুদ্ধে।
হে মহান বীর মুক্তিযোদ্ধাগন, আমাদের প্রতি তোমাদের শুভাশীষ যেন বৃথা না যায় প্রাণপন এই চেষ্টা করবো।
সকল অন্যায়, অপ্রেম, অবিচারের বিরুদ্ধে থাকবো সদা সোচ্চার। এই পৃথিবীর মানুষের মাঝে আমরা দুই প্রেমিক-প্রেমিকা পরস্পরকে সবথেকে বেশী ভালবাসি, আমাদের নিজেদের জীবনের থেকেও অনেক অনেক অনেক কোটি কোটি অসীম গুন বেশী ভালবাসি, আমরা একজন আরেকজনকে ছাড়া বাঁচবো না, আমরা একসাথে বাঁচার জন্য সহস্র স্বপ্ন সাজিয়ে রেখেছি, আমরা বাঁচতে চাই,যতদিন বাঁচি একসাথে বাঁচতে চাই। আমরা জানি আমাদের ভালবাসা কতোটা তীব্র। তবু হে মহান যোদ্ধাগন, আমরা আমাদের ভালবাসার শপথ করে বলছি, আমাদের প্রিয় বাংলাদেশের জন্য এই প্রাণ উৎসর্গ করতে বিন্দু মাত্র দ্বিধা করবো না। আমরা কলংকমুক্ত বাংলাদেশে বাঁচতে চাই, আমাদের সন্তানদের এনে দিতে চাই পুষ্প-শোভিত আগামী।
আমাদের পথ যতোই বন্ধুর হোক না কেন, আমরা আমাদের যুদ্ধ চালিয়ে যাবো। আমরা ভালভাবে বাঁচার জন্যই যুদ্ধ করি, বাংলাদেশের জন্য আমরা প্রয়োজনে হাসতে হাসতে মরবো।
মুক্তিযোদ্ধাদের আমরা সবথেকে বেশী শ্রদ্ধা করি। আমরা যখন পরস্পর বাক্য বিনিময় করতাম তখন অনেক কথা বলতাম মুক্তিযুদ্ধ নিয়ে। আমরা গর্বিত তোমাদের জন্য হে মহান আলোর-সারথী।
আজ অর্ধ-মাস ধরে যে আন্দোলন চলছে তাতে আমরা ছিলাম, আছি। আমাদের একজন থাকা মানেই দু'জন থাকা, যদিও আমরা শারীরিক ভাবে পরস্পর থেকে দূরে, তবুও আমরা সবথেকে কাছে। । আমরা শুধু দেশের প্রতি ভালবাসার টানেই আসিনি, আমরা এসেছি প্রতিশোধ নিতে, আমরা কোন ব্যক্তি বা দলের সাথে আনুষ্ঠানিকতা করতে আসিনি, এসেছি প্রয়োজনে। আমাদের স্লোগানে, আমাদের গানে, আমাদের শব্দে, আমাদের নীরবতায় আমরা প্রতিবাদ করেছি।
কখনো কেঁদেছি ভালবাসার জোয়ারে, কখনো স্লোগানে স্লোগানে ক্রোধে ফেটে পড়েছি, কখনো সহযোদ্ধা বন্ধুদের সাথে হেসেছি...
এই আন্দোলন আমাদের প্রানে অনেক শক্তি দিয়ে গেল, আর প্রেরনায়-চেতনায় ছিলে তোমরা বীর শহীদ মুক্তিযোদ্ধারা। আমরা রাজীব এর মৃত্যুতে তীব্র শোক পেয়েছি, শান্ত ভাই এর মৃত্যুতে তীব্র শোক পেয়েছি, আর সেই বীর বন্ধু, ব্যাংকের সেই সাহসী বন্ধু, যার মৃত্যুতে ক্রোধে আগুন হয়ে গিয়েছি... তবু আমরা থামিনি, আমরা ভয় পাইনি, আমাদের শক্তি হাজারগুন তীব্র হয়েছে। আমরা লড়াই চালিয়ে যাবো। আমারা জানি যে যেখনে আছে সেখনেই এই লড়াই চালিয়ে যাচ্ছে।
একাত্তরের বীর মুক্তিযোদ্ধা বন্ধুরা,
তোমরা আমাদের আশির্বাদ করো যেনো এই জাগরন আরো বিস্তৃত হয়, যেন বাংলাদেশের প্রতিটি মানুষ বুঝতে পারে "মুক্তিযোদ্ধ" কতটা মহান ছিল আমাদের সবার জন্য, পরবর্তী প্রজন্মের কাছে যেনো কোন মিথ্যা ইতিহাস না পৌঁছে।
একাত্তরের ধাতক দালালদের সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করা হয়। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি হতেই হবে। আমরা জয় ছিনিয়ে আনবই। তোমাদের রক্ত বৃথা যাবেনা, যেতে দেবোনা। লক্ষ মা-বোনের ত্যাগকে আর অপমানিত হতে দেবোনা।
আমারা হারবো না, আমরা হারতে জাননা...
তোমাদের স্বপ্নের সোনার বাংলা, ভাসানী-সোহরাওয়ারদী-বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, নজরুল-রবীন্দ্রনাথ-জীবনানন্দের বাংলাকে আমরা আরো সুন্দরের পথে নিয়ে যাবো। এ আমাদের দৃপ্ত শপথ।
জয় বাংলা।
ইতি-
"সা"
"লুৎফুল্লাহ মাহমুদ" ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।