আমাদের কথা খুঁজে নিন

   

নিরীহ (ধারাবাহিক উপন্যাস) ( ৩ (শেষ ))

I am Bangladesh supporter ঘটনা সাত সকালে উঠে আমিন চিৎকার করতে থাকে। তার মনে হয় ইকবালের লোকরা তার পিছনে লেগেছে। সকাল ১০টার দিকে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে , হুন্ডার পর হুণ্ডা আসছে। আমিন আর আমিনের আম্মা সাড়ে দশটায় ঘর তালা দিয়ে বের হয়। আমিন বুক ফুলিয়ে হাটতে থাকে।

আশেপাশে বেশ কিছু গুন্ডা টাইপের লোক হাটছিল। রিকশাআলাদের মারছিল। আমিন একটি রিকসা করে তার আম্মাকে নিয়ে মামাদের বাসার দিকে রওনা হয়। ওর আম্মা ওকে ইয়া রহমানু পড়তে বলে। - এরপর হলো, রনির এলাকা।

এখানে আমরা নিরাপদ। এইটুকু লেখে লেখক ক্ষান্ত দেয়। এরপরের ঘটনা সব আবছা ঘটনা। কিছুটা কল্পনা, কিছুটা বাস্তব। বাস্তব হচ্ছে কঠিন বাস্তব আর কল্পনা হচ্ছে করুন বাস্তব।

(চলবে) Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।