কিচ্ছু বুঝি না
তোমার নাহয় অনেক ছিল...
ব্যক্তিগত রাজ্য ছিল,
বুকের মধ্যে অনেক পাওয়ার পদ্য ছিল,
বাধ্যগত প্রজা ছিল, অবহেলায় স্বপ্ন নিয়ে
খেলা ছিল।
আমি ছিলাম নিঃস্ব পথিক,
মোর ছিলনা আকাশ ছোঁয়া
স্বপ্ন অধিক।
ছোট্ট একটি হৃদয় ছিল।
সেই হৃদয়ে ভালবাসার গল্প ছিল।
তোমার তো মে' অনেক ছিল,
তবু কেন গল্পটুকু করলে চুরি?
নিলেই যদি নিঃস্ব করে
খেলা শেষে কেনই তাকে
ফেললে ছুঁড়ে?
এই আমি আজ কি নিয়ে আর
বাঁচি বলো। শেষ টুকুও
হারিয়ে আমি ছন্নছাড়া,
জীবন নিয়ে খেলার তোমার
এ কোন ধারা?
(ধুর !! এটা কোন লেখা হলো ! আমার নিজেরি পছন্দ হয়নি, তাও দিলাম)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।