u-rope থেকে আগত সাহেব নেটিভ কেরানী মফিজের ওপর মহা খাপ্পা।
বেটায় কোন ড্রেস্কোড জানে না, লুঙ্গি পইড়া গামছা কান্ধে অফিসে আইছে।
সাহেব রাইগা মাইগা কয়ঃ আই ব্যান য়্যু!
মফিজের আক্কেল গুরুম!
আইবানুটা আবার কে?
সাহেব এইটা গালি দিল নাতো?
বহুত চিন্তা কইরা বুঝলো, আই আর ইউ কইছে সাহেব।
কিন্তু ব্যান মানে কী?
শেষমেষ মফিজ কয়ঃ শুন সাহেব, ব্যান মানে যদি ভাল হয়, তাইলে আমি ব্যান, আমার বাপে ব্যান, আমার দাদায় ব্যান, আমার চৌদ্দগুষ্টি ব্যান!
কিন্তু ব্যান মানে যদি খারাপ হয়, তাইলে তুমি ব্যান, তুমার বাপে ব্যান, তুমার বাপের বাপ ব্যান, তুমার চৌদ্দগুষ্টি ব্যান, ব্যান ব্যানা ব্যান ব্যান!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।