আমাদের কথা খুঁজে নিন

   

তাজমহল

সবুজে সবুগে সাজানো গ্রাম সারি সারি গাছপালা ধন্য তুমি সম্রাট শাহজাহান স্ত্রীর জন্য করে তাজমহল ভালবাসার এক অপূর্ব নিদর্শন। তোমায় দেখে হাজার সৌন্দর্যপিপাসু জুড়ায় তার মন প্রাণ ধন্য আগ্রা শহর তার মধ্যে শাহজাহানের আদেশে করে তৈরি তোমায়। যমুনা নদীর তীরে সুর্নিমল বাতাসঘেরা পরিবেশে গর্বিত এ নদী তার পাশে তোমায় দিতে পেরে স্থান। তোমারি জন্য খরচ হয়েছে লক্ষ লক্ষ টাকা রাজমহল হয়েছে ধন্য দিতে পেরে অনেক পাথর মার্বেল রুপে তোমায়। শ্রেষ্ঠ কারিগর তোমারি জন্য এনে তোমায় তৈরি করে ধরণীতে দিয়েছে স্থান। পৃথিবীর আধুনিক সপ্তাশ্চর্যের একটি করে সৌন্দর্যপিপাসুরা এনেদিয়েছে তোমায় আরও সম্মান। যেসব শ্রমিক তৈরি করেছিল তোমায় হাত কেটে দিয়ে বুঝিয়ে দিয়েছিল আর হবে না পৃথিবীতে তৈরি অন্য সৌন্দর্যহরক বস্তূ। এত দিনে সব পরিবর্তন হচ্ছে দুনিয়ার সৌন্দর্যের তবুও এতটুকু হয়নিকো স্লান তোমার দেহ অক্ষত রয়েছে যেন চিরকালের মত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।