সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......
সম্রাট শাজাহান
দিয়ে মনপ্রাণ
ভালবাসত যারে;
তার স্মৃতির তরে
গড়লেন ব্যয় করে অজচ্ছল
সেই তাজমহল।
ভারতের আগ্রাতে
পূর্ণিমা রাতে,
যা আজো করে জ্বলজ্বল
সেই তাজমহল।
আসে অসংখ্য লোক
ভরে দেখতে দু'চোখ
প্রেমের সাক্ষ্য হয়ে;
যা আজো আছে দাঁড়িয়ে
কালের স্রোতে সমুজ্বল
সেই তাজমহল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।