আমাদের কথা খুঁজে নিন

   

শুধুই বিরোধীদল চাই! কোথায় খুজে পাই?

সেই ৯০ এর পর থেকে আমরা লীগ ও দলকে পালাক্রমে বিরধিদলের দায়িত্বে দেখছি যদি বিরধি দলে থাকাটাকে দায়িত্ব হিসেবে নেই তবে বলতেই হবে লিগ ও দল উভয়ই পুরোপুরি ব্যর্থ কারন তারা দেশ ও দশের প্রতি দায়িত্ব পালনের রাজনিতি করেনা তারা করে ক্ষমতায় থাকার ও যাওয়ার রাজনীতি। তাদের সামনে নিজেদের ইস্যু বাদে পাবলিক ইস্যু পরবর্তী বিষয়। পাবলিক এই দুই দেবতা বাদে অন্য দেবতা পাচ্ছেনা আর দেবতারা পুরোদমে ভক্তদের অর্ঘ সুদে আসলে গ্রহণ করে চলেছে। কিন্তু আমরা তৃতীয় দেবতা কোন দেবতা চাইনা, চাই সেবক যাদের পাবলিক ইউজ করবে, শুধুই অর্ঘ নিবে কোন বর দিবেনা। ইতোমধ্যে আমরা কিছু দৃশ্য দেখিছি তা হল গ্যস, কয়লা, ন্যায্য হিস্যার পানিতে বাধ ও শ্রমিক ইস্যু ইত্যাদিতে এগিয়ে আসছে ( তাদের অবদান ৪৭/৭১ সব সময়ে ছিল কিন্তু আমি বর্তমান নিয়েই বলবো কারন সময়টা আমাদের তরুণ যুবাদের মুরুব্বীদের নয়) হা আর ভনিতা নয় কম্যুনিস্টদের বা সমাজতন্ত্রীদের কথা বলছি। তবে আগেই আমি বলেছি আমরা একটি বিরোধী দল চাই যাকে বা যাদের দেশ ও দশের জন্নে ইউজ করবো কিন্তু পরিবর্তে কোন বর দিবনা। কারন ওরা হর অক্ত মজলুম দেশ ও দশের রক্ষায় যেই শোষক দানবের সাথে লড়াই করে বেরায় সেই তাদের থেকেই শাসক হিসেবে খুবই বাজে, নিন্দুকেরা বলতে পারে 'লাল কসাই' আর ওরা দেশ প্রেমিক হতেই পারে তবে তার আগে ওরা ঘোর আদর্শবাদি। আম পাবলিকের এখন আর আদর্শ মতবাদ দেখে লাভ নেই দেশ ও দশই এখন মুখ্য। হা বি,এন,পি ও লীগ আজ তোমাদের দিতে চাই ছুটি! আমাদের চাই তোমাদের ভুল থেকে দেশ ও দশকে রক্ষার 'অতন্দ্র প্রহরী'।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।