আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা সিনেমা বিষয়ক এক্টা কৌতুহলী পোস্ট

Sufficit huic tumulus, cui non sufficeret orbis হঠাং কৈরাই এক্টা জিনিস মাথায় ঘুর্তাসে,কাহিনীটা বাংলা সিনেমা নিয়া। বাংলা সিনেমার কথা শুইন্না আবার নাক সিটকায়েন্না,আমার কৌতুহলটা হৈল সিনেমাতে যখন মারামারি হয় তহন ডিসুম-ডাসুম শব্দ হয়। এমনকি যখন মারার লিগা হাত-পা নাড়ায় তহনও হুশ-হাশ শব্দ হয় কিন্তু বাস্তবে নাড়ানাড়িতো দূরে থাক কিল-ঘুষি-লাত্থি মারলেও তেমন কোনো শব্দ হয় না। তৈলে আমাগো(আগেকার হিন্দী সিনেমাতেও একই কাহিনী আছে,এহনকার কথা কৈতারুম না) সিনেমাতে এই জিনিষটা আইলো কৈত্থিকা? কেউ কি এই অধমরে কৈতার্বেন কৈত্থিকা এবং কেন এইটা সিনেমাতে আমদানি হয়? উত্তর পাইলে পোস্ট মুইচ্ছালামু

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.