যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। প্রিয়া,তুমার ছলনা মোরে করেছে অমৃত্যু দান।
দোহায় প্রিয়া,তুমার আরও ছলনা দিয়ে
সদায় বেষ্টণ করে রাখ মোর মন,প্রাণ।
তুমার ছলনা মোরে করেছে অমৃত্যু দান।
প্রিয়া,তুমার ছলনার আঘাতে মোর হৃদয়ের
পর্দা দিয়াছ খুলি,তুমি আমার আধারের আলো।
তুমার ছলনা মোরে করেছে অমৃত্যু দান।
তুমি প্রিয়া,আরও ছলনা দিয়ে
সদায় বেষ্টণ কর রাখ মোর মন,প্রাণ।
তাহাতে,সদা বয়ে যাক মোর দুটি আঁখিপাতে অশ্রু।
তাহাতে,বয়ে যাক মোর হৃদয়ে ব্যাদনার ঝড়।
তাহাতে,বয়ে যাক মোর মনে,প্রাণে হাবিয়া দোযখ।
তবু,তুমি আমার আধারের আলো।
তুমার ছলনার আঘাতে মোর হৃদয়ের পর্দা দিয়াছ খুলি।
তুমার ছলনা মোরে করেছে অমৃত্যু দান।
দোহায় প্রিয়া,তুমার আরও ছলনা দিয়ে
সদায় বেষ্টণ কর রাখ মোর মন,প্রাণ।
প্রিয়া,তুমার সেই ছলনার আঘাতে মোর
মন,প্রাণ ভেঙ্গে হোক পয়মাল।
মোর বদন জ্বলে হোক ভস্ম।
মোর গগনের খসে যাক সব গ্রহ,তারা।
মোর জীবন গাড়ী যাক থেমে।
মোর শ্বাস,প্রশ্বাস যাক বন্ধ হয়ে।
তবু প্রিয়া,তুমাকেই ভালবাসিব আমি অনন্তকাল,
তুমি আমার আধারের আলো।
তুমার ছলনার আঘাতে মোর হৃদয়ের পর্দা দিয়াছ খুলি।
তুমার ছলনা মোরে করেছে অমৃত দান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।