জীবন একটাই তাই যা করার ভেবে চিন্তে করতে চাই........ আমার আর কোনো পথ নেই নিজেকে বদলে দেবার ভিন্ন মত নেই নেই কোনো নতুন খেয়াল। তোমার ছবিগুলো ধুসর রঙে ঢেকে গেছে যেন, ভেঙে গেছে স্মৃতির দেয়াল। বর্ষার দিনগুলো নেই, নেই আজ শরতের চাঁদ রাতের শ্রান্ত পাখি নেই, নেই তার মায়াময় ফাঁদ.....। আমি জানি, সব কিছুই আছে সে কেবল তারাদের ভীড়ে... অনেক স্বপ্ন সেও আছে তোমার ছলনার নীড়ে....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।