ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
প্রাণ বাগিচায় প্রাণ ফুল
উঠল ফুটে ভাঙল ভুল।
ভুলের রাজে শুদ্ধির জয়
দূর হল সব মিথ্যার ভয়।
প্রিয়ার পানে প্রেমের টানে
গিয়েছিনু আমি প্রবল বানে।
যাওয়া ছাড়া আর সব ছিল ঠিক
গিয়ে হয়েছিনু আমি কূল হারা দিক।
ব্যথা দিয়েছিল মোরে প্রিয়ারও ছল
জলেতে আঁখি কুসুম ভরা টলমল।
চোখেতে কান্নার জল
মনেতে ছলনার ছল
মনেতে ব্যথার দুখ
কষ্টে ভেসে যাওয়া বুক
এই ছিল মোর চাওয়া..?
তারেতো চিনেছি শেষে
সান্তনা নিই চিলতে হেসে
ভরা জোয়ারে দুখের দেশে
হৃদয়-আত্মা যায় গো ভেসে
এই হল মোর পাওয়া..?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।