আমাদের কথা খুঁজে নিন

   

সহপাঠী কতৃক ছুরিকঘাত প্রেম নাকি অপ্রেম নাকি ছলনার ফসল ??????????????????

তোমাকে ছাড়া বাঁচবো না চরম মিথ্যা কথা বরং জেনে রেখো তোমার সাথে আজীবন বাঁচতে রাজি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের এক মেয়েকে তার সহপাঠী কতৃক ছুরিকঘাতে রক্তাক্ত করেছে। চরম ভাবে মর্মাহত ...আমরা যেখানে আজ নিজেদের সভ্যতার চুড়ায় অবস্থান করছি বলে দাবি করি সেখানে এমন অমানষিক আচরণ আসলে আমাদের পশুত্ব ই প্রমাণ করে ...মানুষের চারিএিক বিবর্তন বোধহয় এখানেই থেমে যাবে...এবার পতনে্র পালা ...আমরা এখন আর কোথাও নিরাপদ না ...প্রতিটি মুহুর্তের পরের মুহুর্তটিই যেন আমাদের সমাপ্তির ভয় .. বিষয়টা নির্মম । ছেলেটার এমন করা উচিৎ হয় নি। কিন্তু জানেন কি, মাঝে মাঝে মেয়েদের ছলনাটাও এমন নির্মম থাকে যে "ছেলে"দেরকেও পশু করে দেয়। শুনেছি মেয়েটা ICU তে আছে।

আমার একটা ছোট বোন আছে ওখানে মেয়েটার সেবা করছে, একি হলেরতো। জানলাম মেয়েটার বাড়ি চুয়াডাঙ্গা । মঙ্গলময় আল্লাহ মেয়েটাকে ভাল রাখুক। আর আমাদের circumstantial evidence দেখতে হবে। সে অনুযায়ী ছেলেটার বিচার করতে হবে।

এ ক্ষেত্রে মেয়েটার দোষ আছে কিনা খতিয়ে দেখতে হবে। আমাদের নারীর প্রতি সহমর্মিতা যেমন থাকা উচিৎ তেমন যারা নারিত্তের দোহাই দিয়ে অন্যায় করে যাবে সেটাও মেনে নেয়া কাজের কথা না। অনেক ছেলেই আছে সত্যিকারের প্রেমের বিপরিতে প্রতারিত হয়ে এসব করে। আর মেয়েরা এমনটা করতে যায় না অনেক সময় করে আত্নহত্যা। বিস্তারিত খবরঃ সহপাঠীর ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আহত সহপাঠীর ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়েরে এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন।

বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর অস্ত্রোপচার চলছে। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে কলা ভবনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষের সামনে এ ঘটনা ঘটে। স্যার এ এফ রহমান হলের ইকরামুল ইসলাম ও শামসুন্নাহার হলের ওই ছাত্রী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ইকরামুল শাহবাগ থানায় তাঁর দোষ স্বীকার করেছেন। তাঁদের সহপাঠীরা জানান, কলা ভবনের আজ তাঁদের সেকুলারিজম কোর্সের মিডটার্ম পরীক্ষা ছিল।

পরীক্ষা শেষে ওই ছাত্রী তাঁর বন্ধুদের সঙ্গে গল্প করছিল। একপর্যায়ে ইকরামুল ছাত্রীটিকে ডেকে একটি দূরে নিয়ে যান এবং ছুরি দিয়ে আঘাত করেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যান। সহপাঠীদের কেউ কেউ বলছে, ওই দুই শিক্ষার্থীরা মধ্যে প্রেমের সর্ম্পক ছিল। সম্প্রতি তাঁদের সম্পর্ক ভেঙে যায়।

আবার কেউ কেউ বলছে, প্রথম বর্ষ থেকেই ইকরামুল ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। একবার সে ওই ছাত্রীকে মারধরও করে। অভিযুক্ত ইকরামুল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষ থেকেই ওই ছাত্রীর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। দুই সপ্তাহ আগে একটি ছোট বিষয় দুজনের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার পর সে আমাকে এড়িয়ে চলছে।

আমি তাঁকে অনেক বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু লাভ হয়নি। আজ মিডটার্ম পরীক্ষা দিতে আসার সময় হলের কক্ষ থেকে একটা ছুরি নিয়ে এসেছিলাম। পরীক্ষা শেষে নিজেই তাঁকে ছুরি দিয়ে আঘাত করেছি। এটা আমার অন্যায় হয়েছে। কিন্তু তখন আমি রাগ ধরে রাখতে পারিনি।

’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক জানান, ইকরামুলকে আটক করে শাহবাগ থানায় পাঠানো হয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.