আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ ! সপ্তাহখানেক আগের কথা। পরের দিন ইনকোর্স পরীক্ষা, তাই সন্ধ্যার পর বই সামনে নিয়ে বুঝার কসরত করছি। একটু পর মোবাইলের রিংটোন শুনে হাতে নিয়ে দেখি আব্বার ফোন। কুশলাদি জানা শেষে আব্বা বললেন তোমাদের ডিপার্টমেন্টের সেতুকে চেনো? আমি মনে করার চেষ্টা করলাম। বললাম কেন? উনিতো আমারই সহপাঠী।
আব্বা বললেন- ওতো গুরুতর অসুস্থ, আমি আজকের পত্রিকায় দেখলাম, তুমি কিছু জানো না? আমার তখন লজ্জায় মাথা কাটা যাওয়ার দশা। আমারই ক্লাশমেট একজন অসুস্থ আর আমি কিছুই জানি না। মনে পড়লো বেশ কদিন ধরে তাকে ক্লাশে দেখি না। বিস্তারিত জেনে জানাবো বলে কোনমতে ফোনটা রাখলাম।
থার্ড ইয়ারের ক্লাশ তখন সবে শুরু হয়েছে।
কয়দিন পর দেখলাম লম্বা, লিকলিকে একটা ছেলে ক্লাশ করতে আসলো যাকে আগে কখনো দেখি নাই। খোঁজ নিয়ে জানলাম উনার নাম সেতু, আমাদের চেয়ে দুই বছরের সিনিয়র। ২০০৯ সালে ৩য় বর্ষে অধ্যায়নরত অবস্থায় দুরারোগ্য বক্ষব্যাধিতে আক্রান্ত হয়ে মহাখালী জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দীর্ঘ ৭ মাস চিকিৎসাধীন থাকেন। শারিরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ার কারনে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে ভারতের চেন্নাইয়ে ভেলর CMC (Christian Medical Collage) হাসপাতালে প্রায় দেড় বছর চিকিৎসা গ্রহন করেন। দুই বছর অসুস্থতার কারণে পড়াশোনা কন্টিনিউ করতে পারেন নাই।
এখন আমাদের সাথে আবার কন্টিনিউ করবেন। পরে তার সাথে পরিচিত হলাম, জানলাম তিনি আমার হলেরও বড়ভাই। এই ছিল সেতু ভাইয়ের সাথে আমার পরিচয়পর্ব।
আব্বা ফোন দেওয়ার পরে খোঁজ নিয়ে জানতে পারলাম সেতু ভাই ভীষণ অসুস্থ। যতোটা অসুস্থ হলে একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে সামর্থ্যের সবকিছু নিয়েও চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হয় না তার চেয়েও বেশি অসুস্থ।
দীর্ঘ ২ বছরের ও অধিক সময় ধরে যক্ষা রোগে MDR TB (Multi Drug Resistant Tuberculosis) ভুগছেন। গত অক্টোবর ২০১১ ইং থেকে তার শারীরিক অবস্থা আরও অবনতি হলে ল্যাবএইড হাসপাতালের অধ্যাপক ডাঃ আলী হোসেন (বক্ষব্যাধি বিশেষজ্ঞ) এর পরামর্শ নেন। তিনি তার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেন। মেডিকেল বোর্ডের মতে সেতু ভাইয়ের ফুসফুসের বাম পাশের অংশটি নষ্ট হয়ে গেছে যা দ্রুত অপারেশন করে ফেলে দিতে হবে অথবা ট্রান্সপ্লান্ট করতে হবে। নতুবা ফুসফুসের ডান পাশের অংশটিও নষ্ট হয়ে যাবে তখন আর তার পক্ষে বেচেঁ থাকা সম্ভব হবেনা।
সেতু ভাই (পুরো নাম মোঃ রাহাদুজ্জামান সেতু) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০০৬-০৭ সেশনের (১৩ তম ব্যাচ) ছাত্র। তার বিশ্ববিদ্যালয় রেজি নঃ হ-১৯৩৪ (বরকত-৫০১, অমর একুশে হল)। তিনি ২০০৩ সালে কুস্টিয়া জিলা স্কুল এবং ২০০৫ সালে কুস্টিয়া সরকারী কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় A+ পেয়ে উত্তীর্ণ হন।
দেশে এবং বিদেশের বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করে জানা যায় যে বিদেশে অপারেশন এবং অপারেশন পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ৩০ লক্ষ টাকা এবং ট্রান্সপ্লান্টের জন্য ১ কোটি- ১ কোটি ২০ লক্ষ টাকা প্রয়োজন। বাংলাদেশে অপারেশন এবং অপারেশন পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ৩০ লক্ষ টাকার প্রয়োজন।
তার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। বাবা কুস্টিয়া বিদ্যুৎ অফিসের একজন তৃ্তীয় শ্রেনীর কর্মচারী। দীর্ঘ দিনে দেশ ও বিদেশে চিকিৎসা করানোর জন্য উনার প্রায় ৫ লক্ষ টাকা ঋণ হয়ে গেছে। তাদের এমন কোনো স্থায়ী সম্পত্তিও নেই যা বিক্রি করে এই বিপুল পরিমান অর্থ যোগাড় করা যেতে পারে। সবচেয়ে খারাপ বিষয়টি হচ্ছে হাতে একদম সময় নেই।
'নেই’ শব্দটা খুব নেতিবাচক, যেন যাবতীয় সম্ভাবনাকে নস্যাৎ করে দিচ্ছে। কিন্তু আমরা জানি, আমরা চাইলে সময় এবং অর্থ দুটোকেই ভাগ করে নিতে পারি অনেকে মিলে। আমরা আমাদের সহপাঠীকে হারাতে চাই না কোন ভাবেই। তাই আমাদের সামর্থ্যের সবটুকু নিয়ে আমরা তার পাশে দাড়িয়েছি। আমরা বিশ্বাস করি যদি আমরা ১৫০০০ জনের সহায়তার পাই যার মধ্যে ১০০০০ জন ২০০টাকা করে এবং ৫০০০ জন ৩০০টাকা করে দেন তাহলে তার চিকিৎসার খরচটুকু জোগাড় হয়ে যায়।
৩০লাখ টাকা একটা বিশাল অংক কিন্তু একজন মানুষের পক্ষে ৫০০টাকা সহায়তা করা কি খুব কঠিন কিছু?
প্রায় নিরাবেগ সহজ হিসেব। আসলেই কি আমরা পারি না এমনটি করতে? আমাদের স্বাচ্ছন্দ্যের কিছুটা অংশ যদি একজন ছাত্রের জীবন বাঁচাতে ব্যয়িত হয়, অন্তত একটি জীবনের অকালে ঝরে যাওয়াটাতো আমরা ঠেকাতে পারি। তাই আপনার কাছে এই আহবান, একজন মানুষকে বাঁচাতে আমাদের সহমর্মী হোন। আমরা একজন ছাত্রের জন্য আপনাদের সহযোগিতা চাইছি। সাহায্য চাইছি আমাদের সহপাঠীর জন্য।
যেকোনো তথ্যের জন্য যোগাযোগঃ
জুয়েল (০১৭২২৩৬৫৪৪১) নাহিদ (০১৬১৮-২৫০১৯০), রন্টি (০১৯১৩-০৮১৯১৯), তাজিম (০১৭১৭-০৪১৫৮৪), তোফাজ্জল (০১৭১৭-১০৪৬৯৬), সুফি (০১৬৭২-৫৫১০৪৭), ঐতিহ্য (০১৭১৯-৪২৩১১৬), মিহির (০১৯১৭-০৯৮৮৮৭)
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
অর্থ সাহায্যের জন্যঃ
A/C Name: STUDENTS HELP FUND, CSE DU
A/C No: 3410573/1
Agrani Bank, Dhaka University Branch.
Dhaka 1000.
For Online deposit (who are in abroad) and any information :
View this link
সকলপ্রকার তথ্যপ্রমানাদির জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন :
View this link
ফেসবুক গ্রুপ :
View this link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।