আমাদের কথা খুঁজে নিন

   

সন্ধ্যাবাতি ওরফে আস্তমেয়েঃ এক রাজাকারের কন্যার বিদায় আমরা দেখেছি। আপনাকেও কি বিদায় দিতে হবে না নিজেই নিবেন?

স্বাধীনতার চেতনা বুকে সদা জাগ্রত ছিলাম, আছি
জমির রাজাকার কার বাবা সে সত্য উদঘাটনে আমরা যাবোনা। যেমন যাবোনা আপনার এই কমেন্টগুলোরও কোন বিচার করতে- Click This Link একটি ঐতিহাসিক পোস্ট- ৫ জন রাজাকারের নাম জিজ্ঞাসা করায় ক্ষেপে গিয়ে সন্ধ্যাবাতির হাও কাও জামাত' কে বাঁচানোর কিছু ফর্মুলা ফারজানা মাহবুবার ব্যান আমরা দেখেছি। যাযাবর নিকে সোনা ব্লগে নিয়মিত তার বাপ মার স্তুতি গাওয়া ও গেলমান গুলোর আহাউহু ও আমাদের পর্যবেক্ষণে রয়েছে। আপনাকে নিয়ে প্রচুর পোস্ট প্রচুর ত্যানা প্যাচানো হয়েছে অতীতে, ম্যালা আলোচনা হয়েছে। অতো টাইম আমাদের নাই।

কি বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন? বুঝতে না পারলে থাকেন। শাওন কিন্তু ভেগে গিয়েছে, জনতাও আজ সচেতন। তখনকার সহানুভূতি পাবেন না। আব্বারা জেলে পঁচছে, ফাঁসির দড়ি গলায় পরলো বলে। মানে মানে কেটে পড়েন নইলে আমরা, সাধারন পাবলিক আবার পশ্চাৎদেশে লাথি দিতে কার্পণ্য করবো না।

ইনিয়ে বিনিয়ে ত্যানা প্যাচাইতে এসে লাভ নাই, জা-শি দের জন্য আমাদের দিল বড়ই বেরহম। আলাদা পোস্ট দিয়েও হাওকাও কইরেন না। লাভ হৈবো না। সিপিজি প্রোডাকশন হোম
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.