আমাদের কথা খুঁজে নিন

   

আপনাকেও ভাবতে হবে!

বর্তমান তরুন প্রজন্মের এক তৃতীয়াংশ'ই ফেসবুক, টুইটার কিংবা ব্লগে আচ্ছন্ন। সামাজিক এসব যোগাযোগ মাধ্যমে আমরা এতটাই আচ্ছন্ন হয়ে পড়েছি যে, নিজ বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনদের ভুলে অপরিচিত বন্ধু বান্ধবদের খোঁজ নেয়ার আগ্রহটাই যেন বেশি। এমনটাও অহরহ ঘটতে দেখা যাচ্ছে, বন্ধু-বান্ধব একসাথে বসে আড্ডা দিচ্ছে এমন সময় পাশে বসা অন্য আরেক বন্ধু ফেসবুকে চ্যাটিংয়ে ব্যস্ত সময় পার করছে। এমনও দেখা গেছে, বাল্যকালের বন্ধুর খোঁজ নেয়রা নাম নেয়, ফেসবুকে অপরিচিত বন্ধুর শরীর কেমন আছে তা জানতে ব্যস্ত অনেকেই। তবে আমাকে অবাক করে যে বিষয়টা তা হলো 'মেয়েদের স্ট্যাটাসে দেয়া কমেন্টগুলো।

' আমার সঙ্গে নিশ্চয় অনেকেই একমত হবেন যে, ফেসবুকে মেয়ে নামধারী একাধিক প্রফাইল রয়েছে যেগুলো ভুয়া। অনেক বিকৃত মস্তিষ্কসম্পন্ন মানুষ রয়েছ যারা মেয়েদের নাম ভাঙিয়ে ফেসবুক ব্যবহার করে মজা লুটে। আবার অনেকেই প্রতারনার আশ্রয়ও গ্রহন করে। আমার একটি গল্প দিয়েই বিষয়টি পরিষ্কার করি। ফেসবুকে আমার একটি মেয়ে বন্ধু আছে।

যার সঙ্গে আমার ২ দিনের পরিচয়। মানে হাই, হ্যালো চলে। এরই মধ্যে একদিন সে আমাকে বলল, ‌'মনটা খারাপ। বাবার কাছে টাকা চেয়েছি ফোন কেনার জন্য । দাম ১০ হাজার টাকা।

বাবা দিয়েছে ৮ হাজার। আমি বললমা, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। সঙ্গে সঙ্গে মেয়েটি রাজি হয়ে গেল। আমি আমার নাম্বার দিয়ে বললাম কল করবেন। সে কল করল এবং বলল এটা আমার বিকাশ নাম্বার।

আপনি টাকা পাঠাতে পারেন। আমি টাকা পাঠায়নি। পরে সে নাম্বারটিও বন্ধ হয়ে যায়। এখন ওকে হাজার বার হাই, হ্যালো করলো কোনো উত্তর দেয়না। বুঝুন অবস্থা।

এদের থেকে সাবধান। আমাকে অবাক করে, যখন দেখি কোন মেয়ে ফেসবুকে তার স্ট্যাটাসে হাই, গুডনাইট, আমি ভালো নেই, মনটা খারাপ এমন স্ট্যাটাস লেখে আর আমাদের মতো পুরুষরা সে সব স্ট্যাটাসে কমেন্টস দেয়ার জন্য হুমড়ি খেয়ে পরে। অথচ কোন ছেলে নামধারী এফবি ব্যবহারকারী যদি অনেক গুরুত্বপূর্ণ কোনো স্ট্যাটাস দেয় সেগুলো কমেন্টস দিতে কার্পন্য করে। সত্যই সচেতন নাগরিক হিসেবে আমাদের জন্য এটা অনেক বড় এক লজ্জা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।