আমাদের কথা খুঁজে নিন

   

উরাধুরা আপডেট: টাকা ভাগাভগি নিয়ে পুলিশ সদস্যদের মাঝে হাতাহাতি: আহত ১

:) রোববার প্রধান বিরোধী দল বিএনপি এর ডাকা সকাল-সন্ধ্যা হরতালে দায়িত্ব পালন শেষে কয়েকজন পুলিশ সদস্যদের মাঝে হাতাহতির খবর পাওয়া গিয়েছে। এতে একজন পুলিশ সদস্য আহত-ও হয়েছে বলে একটি সূত্র উরাধুরা নিউজকে নিশ্চিত করেছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনো ঘটনার সত্যতা স্বীকার করা হয়নি। গোপন সূত্রের ভিত্তিতে জানা যায় যে, রোববার ধোলাইখালে দিনভর ধোলাই শেষে সাহেরার চায়ের দোকানে বসে কয়েকজন পুলিশ সদস্য পান করছিল এবং দিনের আয়ের হিসাব নিকাশ করছিল। এমন সময় পুলিশের পোষাক পরিহিত কয়েকজন ব্যক্তি এসে তাদের সাথে আন্তরিক আলাপ জুড়ে দেয় এবং নিজেদের ভাগ দাবি করে।

তাদের আচরন সন্দেহজনক মনে হওয়ায় একজন পুলিশ সদস্য তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। কিছুক্ষন জিজ্ঞাসাবাদের পর তিনি বুঝতে পারেন যে তারা আসলে পুলিশ সদস্য নন। ঘটনা জানাজানি হয়ে গেলে তারা পুলিশ সদস্যদের উপর চড়াও হয়ে উঠে এবং হাতাহতি শুরু করে দেয়। মিনিট দশেক ধরে চলা এই হাতাহাতিতে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ বাহিনীর একজন সদস্য আহত হয়েছে। তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়েছে বলে উরাধুরা নিউজ একাধিক সূত্র থেকে জানতে পেরেছে।

উল্লেখ্য, ঐ একই হাসপাতালে ডিসিসি’র সাবেক মেয়র সাদেক হোসেন খোকা চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তার নিকট জানতে চাওয়া হলে তিনি অস্বীকার করে বলেন, “কোন রাজনৈতিক নেতা কি না কি দাবি করছে আর আপনি সেই কথা জানতে বাইকের তেল পোড়াইয়া আমার কাছে আসছেন?জানেন না,নেতায় কিনা বলে আর মাতালে কিনা খায়? আমাদের সকল পুলিশ সদস্য সম্পূর্ণভাবে সুস্থ আছে এবং রাতের খাবার খেয়ে তারা অলরেডি ঘুমিয়েও গেছে। ” তবে ভেতরের একাধিক গোপন এবং বিশ্বাসযোগ্য সূত্র জানিয়েছে, হরতালে পিকেটিং করা জন্যই মূলত এইসব লোকদের ভাড়া করা হয়েছিলো। বিষয়টি তদন্তে এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আরও খবর: গুগল ম্যাপের সহায়তায় হারিয়ে যাওয়া খোকাকে বাসায় পৌছে দিলো পুলিশ ‘জিসম টু’-তে অন্তত ক্যামেরার সামনে বিবসনা হচ্ছেন না পর্নোস্টার সানি লিওন আইফোন দিয়ে মশা তাড়ানোর অ্যাপ নিয়ে আসলো অ্যাপল খবর গুলো নেয়া হয়েছে উরাধুরা নিউজ থেকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.