আমাদের কথা খুঁজে নিন

   

শ্রেষ্ঠ প্রাণ

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। যখনই শুনি,কোন নষ্ট নারী,পুরুষের নষ্টামী।

তব,হাঁউমাঁউ করে কেঁদে বলে মোর প্রাণ। হায়,না জানি,সেই প্রাণ কত জ্বলছে,তার প্র্রিয় মানুষের নষ্টামীর সৃষ্টি সেই নরকে। তখন শান্ত পায় না কোন কিছুতেই মোর প্রাণ। বলে,মন আবুল,তাবুল,কোন শুয়ারের বাচ্চায়। কোন পেতণী,শয়তান অমন গহির্তকাজ করে নরক জ্বালাল তার প্রিয় মানুষের মনে।

তখন শান্ত পায়না কোন কিছুতেই মোর প্রাণ। বলে মন,আবুল,তাবুল,কোন জারদ বেটার জারদ সন্তান,সন্তদী অমন গহির্তকাজ করে নরক জ্বালাল তার প্রিয় মানুষের মনে। শুন মোর দুঃখী ভাই,বোন, নষ্ট নারী,পুরুষের নষ্টামীতে দুঃখ পুষে রেখ না মনে। আপনজনরায় আপনজনকে দুঃখ দেয়। আপনজনরায় আপনজনেরে জন্য খুলে দেয় নরকের সবগুলি দ্বার।

শুন মোর দুঃখী ভাই,বোন, মেনে নাও উহা এই ভেবে, আপনজনইতু করেছ উহা করেনিতু পর। বল মনকে,সাপের কাজ সাপে করেছে, বাঁচতে আমাকে হবেই। মানুষের মাঝেই সব প্রাণী বিরাজরত, তারা কর্মে নীজেকে প্রকাশ করে। মানুষ,মানুষের সাথে বাঁচে। জানোয়ার বাঁচে জানোয়ারের সাথে।

মানুষের মাঝে যে জানোয়ার, সে ছুটে যাবেই জানোয়ারের কাছে। জানোয়ারের কাজ জানোয়ার করেছে, তাতে কেন মিছে দুঃখ লইব বুকের মাঝে। বুকে মোর মহাপ্রাণ। সব দুঃখ সইবার শক্তি এই প্রাণের আছে। যতপার দাও দুঃখ,হে আপনজন।

আমি মানী,স্রষ্টার শ্রেষ্ঠ মোর প্রাণ। সব দুঃখ পারি আমি সইতে। সব দুঃখ করি আমি ধুলিসাত। আমি মানব,খোদার শ্রেষ্ঠ প্রাণ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.