আমার হিয়ার প্রসূন মেলায়-
তুমি সেই চেনা ফুল,
হাজারো প্রসূন থেকেও তুলিতে-
করিনী তাইতো ভূল।
যার সৌরভে শারা বেলা আমি-
বিভোর হয়ে যে থাকি,
তার স্পশ্ বিলিন করে যে-
কিভাবে জীবন রাখি।
তুমিতো জানো তোমারই প্রেমে-
জীবন রেখেছি ঘিড়ে,
বিধাতার দেয়া শ্রেষ্ঠ উপহার-
তোমায় পেয়েছি নীড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।