প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
শাফিক আফতাব....................
যেদিকে তাকাই দেখি কুকুর, শুঁয়োর আর হায়েনার দল
ছিঁড়েফেঁড়ে খাওয়া অক্টোপাসের মতোন এক জটিল জীব
যেদিকে তাকাই দেখি, শুধু প্রতারণা আর চতুর-ছল
যে দিকে তাকাই রং বদলের পালা আর সবাই ক্লিব।
মানুষের মুখ থেকে যদি মানুষের আদল খুলে নাও
পাবে এক স্বার্থপর প্রাণীর আদল, যা হার মানায় সকল ইতর
খাস জমি কিংবা নদীর পানির মতোন খেতে চায় ফাও
আর যত্রতত্র ঠাণ্ডা করে উষ্ণ আর গভীর গতর।
মানুষের সভ্যতা বলে যাকে জানো দেখো গটিকতেক মণিষী
এনেছে সৃষ্টি, আবিষ্কার আর মানবকল্যাণের বাণী
ইতরের অন্তরঙ্গ বন্ধু শতকরা দেখো নব্বইএর বেশী
কিছুতেই ইতরদুরীভীত হয়না দিয়ে শিক্ষা সভ্যাতা ধর্ম দেবযানি ।
মানব জন্মই তবু সর্বসেরা, মানুষই নাকি শ্রেষ্ঠ মাখলুকাত
মানুষই তবু ইতরের পয়দা, মানুষই করে স্বার্থের মোলাকাত।
৩০.০৭.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।