I am also a writer.
আমি মনে করি আমার জীবনের আজ হল সেরা দিন। কারণ সারা জীবন লিখেছি কিন্তু আমার লেখা কাউকে পড়াতে পারিনি। এটা আমার জীবনের একটি কান্না বলা চলে। আজ সেই সুদিন যে দিন জানতে পেরেছি কিভাবে গোটা পৃথিবীর মানুষ আমার লেখা পড়বে। আর তা হলো "সামহয়ার নেট"।
এটি আমাকে এতটাই আনন্দ দিচ্ছে যা আমি ভাষায় বুঝাতে পারবো না। একজন লেখকই বুঝেন। যদি কোন লেখকের লেখা কাউকে না পড়াতে পারে তাহলে তার মনের ক্ষরণ, কলজে ছেড়া ব্যথা কতটুকুন। আজ আমার সব ব্যাধা ভুলে গেছি। আমি আজ চরম উৎফুল্ল।
আনন্দিত। বিমোহিত। অতি বিমুগ্ধ। আমার ইচ্ছা আমি আমর রিলেটিভ সকলকে বলব এই ওয়েবসাইটে লিখে হাতের শক্তিটাকে একটু ঝালাই করে নিতে। নিজের মনের ভাবটা প্রকাশ করে পৃথীবির সকলকে আপন করে নিতে।
এই শুভ কামনায় আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে খাতা কলমের পাতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।