মেঘ বলেছে যাব যাব
ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলের সাবেক ফুটবল অধিনায়ক সক্রেটিস আর নেই। পাকস্থলিতে রক্তক্ষরণের কারণে ব্রাজিলের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার।
সক্রেটিসের বয়স হয়েছিলো ৫৭ বছর। রোববার তিনি মারা যান বলে ব্রাজিলের দৈনিক ‘দ্য ও এস্তাদিও’ তাদের ওয়েবসাইটে জানিয়েছে।
খাদ্যে বিষক্রিয়ার কারণে সক্রেটিসের শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেলে বৃহস্পতিবার তাকে সাও পাওলোর একটি হাসপাতালে নেওয়া হয়।
যেখানে কৃত্রিমভাবে তাকে বাঁচিয়ে রাখা হয়েছিলো।
অতিরিক্ত মদ্যপানের কারণে অক্টোবরে পাকস্থলীতে রক্তক্ষরণজনিত কারণে নয় দিন হাসপাতালে থাকতে হয়েছিলো সক্রেটিসকে। এর পর আরো দুবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
এছাড়া যকৃতে সমস্যা নিয়ে সেপ্টেম্বরে ১৭ দিন হাসপাতালে কাটাতে হয়েছিলো তাকে। ওই সময় তাকে যকৃৎ সংযোজনের পরামর্শও দেয়া হয়েছিলো।
ব্রাজিলের হয়ে ১৯৮২ ও ১৯৮৬ বিশ্বকাপ খেলেছেন সক্রেটিস। ওই সময়ে জিকো-সক্রেটিস জুটি খুবই জনপ্রিয় ছিলো। এছাড়াও ইতালির ক্লাব ফিওরেন্তিনার হয়ে ক্লাব ফুটবল খেলেছেন তিনি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।