সে এক পাথর আছে কেবলই লাবণ্য ধরে ... মাকড়সা সুতো বুনে যায় তার মতো , চাদের আলোর সাথে কিছুটা প্রলোভনের প্রলেপ মিশিয়ে , মৃদু স্বাদে , যেন চায়ের দোকান , সতর্ক দোকানীর নিপুন শিল্প । নিজেকে পতঙ্গবিশেষ ভাবতে আমার কখনোই ভালো লাগে না ; আত্নসম্মান খুজি নগ্ন প্রেমের সামনে , মাথা তুলে চাইবার অধিকারও ভিক্ষাপাত্র ভেবে , মুখ তুলে - আকন্ঠ পান করি অবিনাশী হেমলক , মৃদুহেসে । তোমার ভালোবাসায় নাহয় হলাম কোন এক সক্রেটিস ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।