অন্ধকার; মৃত নাসপাতিটির মতন নীরব' আঙুলগুলো ক্রমশ রক্তশুন্য, শাদা হয়ে আসে; মুঠোবদ্ধ তালুর নিচে জমে প্রকট কালো মেঘ, মখমলের দস্তানা পরিহিত বজ্রমুষ্টির নিচের মেটাকারপাল যেন ক্রমেই চুর্ন হয়ে যাচ্ছে, যেন কব্জি চিরে বেরিয়ে আসতে চাইছে লিলিথের অন্ধকারাচ্ছন্নতা, রাত্রিদানবের অন্তর্বিরোধ; কালো প্যাঁচার ডাকে এসব নিয়ত স্পষ্ট হয় । বিচ্ছিন্নতাবোধে আক্রান্ত নীলাভ শৈবাল গুলোর সাথে স্তব্ধ নীহারিকাটিও হারিয়ে যায় জলের অতলান্তে, সপ্তর্ষির ট্রাপিজিয়ামে বন্দী হয় নির্ঘুম জোনাকীরা । মৃত্যুবীজ জীবন্ত হয় সবুজ ফুসফুসের অলিগলি পথে, সাদা পায়রার খোপে সন্ধাপবন বিষাদী মৌতাত ছড়িয়ে দিলে মেঘের পুরুত্ব মাপি জামিরা আঁধারে, স্লিপিং পিলেদের ঘুম ভেঙ্গে গেলে করোটির সিমেট্রিতে জেগে উঠে একান্ত আপন একশ বিলিয়ন নিউরন সেল, অবাধ্য পিয়ানোতে বিষাদসুরে অঝোরে কাদেঁ ‘বিষন্ন রোববার’ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।