ধারাবাহিক প্রতিবেদন দ্বিতীয় পর্ব হত্যা-সন্ত্রাস, মানবাধিকার লংঘন ১/ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকর করার পথে বাধা সৃষ্টি এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে অভিযুক্তদের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করা ; ২/ জেল হত্যার বিচারকার্য যথাযথভাবে না করা; ৩/ বিএনপি-জামাত জোট রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে গত সাড়ে চার বছরে শাহ এ এম এস কিবরিয়া এমপি, আহসান উল্লাহ মাস্টার এমপি, অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম, মমতাজউদ্দিন আহমদ, কৃষক নেতা এস এম আজম, ছাত্রনেতা সাইফুল রসুল পলাশ, অ্যাডভোকেট খোরশেদ আলম বাচ্চু প্রমুখসহ হাজার হাজার আওয়ামী লীগ নেতা-কর্মীকে হত্যা এবং লক্ষাধিক নেতা-কর্মীকে আহত ও পঙ্গু করা; ৪/ লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতা-কর্মী-সমর্থকদের ওপর হামলা, লুট, অগ্নিসংযোগ, বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান দখল, নির্যাতন এবং ছয় লক্ষাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে ১ লক্ষাধিক মিথ্যা মামলা দায়ের; ৫/ সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেও জোট সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে; বিএনপি-জামাত জোটের রাজনৈতিক প্রতিহিংসা ও সামাজিক সন্ত্রাসের ফলে সাড়ে চার বছরে ৪০ হাজার ৬৫৮ জন মানুষকে হত্যা এবং রাজনৈতিক নিপীড়নে ১ লাখ ৬১ হাজার ৭৬৭ জনকে আহত করা; ৬/ গত সাড়ে চার বছরে ৭৭ হাজার ৯৫০ জন নারী, শিশু-কন্যাকে বিএনপি-জামাত জোটের ক্যাডার ও সন্ত্রাসী কর্তৃক ধর্ষণ, গণধর্ষণ, নির্যাতন, অপহরণ ও পাচার; ৭/ দেশে গড়ে দৈনিক ৯টি করে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। (মানবাধিকার প্রতিবেদন, ইত্তেফাক-৩ মে,২০০৬); ৮/ এথনিক ক্লিনজিং : দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রভৃতি ধর্মীয় সংখ্যালঘুদের দেশত্যাগে বাধ্য করার লক্ষ্যে বিএনপি-জামাত জোট পরিকল্পিতভাবে অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী, বৌদ্ধ ভিক্ষু জ্ঞানজ্যোতি মহাথেরো, পুরোহিত মদন গোপাল গোস্বামীর মতো সংখ্যালঘু স¤প্রদায়ের অসংখ্য নেতৃস্থানীয় ব্যক্তিকে হত্যা করা হয়েছে। সংখ্যালঘুদের ওপর আক্রমণ, আহত করা, নারীদের সম্ভ্রমহানি ও ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে জোট সন্ত্রাসীরা; ৯/ ক্ষমতায় এসেই ৪০ হাজার সাজাপ্রাপ্ত আসামিকে সাধারণ ক্ষমা প্রদান এবং ৭০ হাজার হাজতি সন্ত্রাসীকে মুক্তি দিয়ে সন্ত্রাসীদের লালন-পালন; ১০/ বিএনপি ক্যাডার পলাতক ফাঁসির আসামি জিন্টুকে ২২ বছর পর প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুপারিশে রাষ্ট্রপতির সাজা মওকুফ। ১১/ ডাকাতি, লুট, দখল, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ ২১ লাখ ৩৩ হাজার ২২৯টি। ১২/ বিদ্যুৎ সরবরাহে অনিয়ম, দুর্নীতি রোধ ও দাম কমানোর দাবি জানানোয় চাঁপাইনবাবগঞ্জের কানসাটে উপর্যুপরি ২০ জন কৃষক হত্যা। ১৩/ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ, পানি সংকট ও হামলা, গ্রেপ্তারনির্যাতন। ১৪/ জোট সরকার তাদের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে দলীয় সন্ত্রাসী-ক্যাডারদের বিরুদ্ধে রুজুকৃত সকল মামলা প্রত্যাহার এবং জামিনে মুক্তি দিতে শুরু করেছে। ফলে সরকারি মদতপুষ্ট সন্ত্রাসী গডফাদারগণ বেপরোয়া হয়ে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী খুন, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, দখল এবং চাঁদাবাজি বাড়িয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।