আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা ভাগের পক্ষে যুক্তি (কুযুক্তি)।

রাস্ট্রপতির সাক্ষরের মাধ্যমে ৪০০ বছরের ঢাকা ভাগ হল। আওয়ামীলীগ ব্যাতীত সকল রাজনৈতিক দল সুশীল সমাজ ও জনগনের তীব্র আপত্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই গনবিরোধী কাজ করল সরকার। এর সপক্ষে সরকার দুটি যুক্তি দেখাচ্ছে। ১-ভালো সেবা দেবার জন্য। ২-জনসংখ্যা বেড়ে গেছে।

প্রথমে সিটি করর্পোরেশন মশা মারা,ময়লা পরিষ্কার,জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট দেয়া ছাড়া আর কিছু করে না। গ্যাস,বিদ্যুৎ,পানি,যানযট,আইন শৃঙ্খলার মত গুরুত্বপূর্ন বিষয়ে তাদের কোন ভূমিকা নেই। এগুলো সরকারের অধীনে। তাই ভালো সেবা দিতে হলে সিটি করর্পোরেশনের মেয়রের অধীনে এদের আনতে হবে। এরকমই প্রস্তাব দিয়েছিলেন ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মরহূম হানিফ।

কিন্তু তা না করে বিভক্তি করা হল ফলে সেবা বাড়বে যারা বলছে তা বোকার স্বর্গে বাস করছে। এটা সত্য ঢাকা তথা বাংলাদেশের জনসংখ্যা বেড়ে গেছে । তাই বলে ভাগই কি এর সমাধান?আমি খোজ নিয়ে জেনেছি ঢাকার চেয়েও জনবহুল শহর রয়েছে কিন্তু তারা শহরকে ভাগ করেনি সমন্বয়ের মাধ্যমে সেবা বাড়িয়েছে ও তাদের মেয়র একজন। কয়েকটি জনবহুল শহর হল: 1. Tokyo, Japan - 32,450,000 2. Seóul, South Korea - 20,550,000 3. Mexico City, Mexico - 20,450,000 4. New York City, USA - 19,750,000 5. Mumbai, India - 19,200,000 6. Jakarta, Indonesia - 18,900,000 7. Sáo Paulo, Brazil - 18,850,000 8. Delhi, India - 18,680,000 9. Õsaka/Kobe, Japan - 17,350,000 10. Shanghai, China - 16,650,000 ঢাকা ২১ তম জনবহুল শহর। তাই জনসংখ্যা বৃদ্ধির কারনে ঢাকা ভাগ এটা উদ্ভট যুক্তি।

এই যুক্তি মানলে বাংলাদেশকেও কয়েক ভাগ করা যেতে পারে। কিছুক্ষন আগে সৈয়দ আশরাফ সুশীল সমাজকে চ্যালেন্জ করে বললেন লন্ডনেও দুটি মেয়র রয়েছে ও সুশীল সমাজ ও বিরোধীদল ইচ্ছা করে মিথ্যা কথা বলছে। তিনি তাদের সাথে যেকোন জায়গায় বিতর্ক করতে রাজী। প্রথম কথা লন্ডনের মেয়র একজন তার নাম বরিস জনসন। তবে আমরা যাদের কাউন্সিলর বলি লন্ডনে তাদের মেয়র বলে।

যেমন বাঙ্গালী অধ্যুসিত টাওয়ার হেমলেটের মেয়র একজন বাঙ্গালী তবে তারা সবাই বরিস জনসনের অধীনে কাজ করে। যেমন আমাদের কাউন্সিলররা মেয়রের অধীনে। সৈয়দ আশরাফ সজ্জন ব্যাক্তি। তবে মানুষকে বোকা বানাচ্ছে তিনি। তিনি ও তার পরিবার লন্ডনে থাকে তাই তিনি লন্ডনের স্থানীয় সরকার নিয়ে ভালোভাবেই জানেন।

তবুও তিনি অসত্য বলছেন। এটা এখন প্রমানিত হীন রাজনৈতিক উদ্দেশ্যে ঢাকা ভাগ হল। এর পরিনতি ক্ষমতাসীনদের জন্য সুখকর হবে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.