আমাদের কথা খুঁজে নিন

   

ঈর্ষা

যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। বলুন তো মানুষের কোন দোষটি দূর করা তার জন্য সবচেয়ে কঠিন? বাহ, ঠিক বলেছেন! সেটা ঈর্ষা। যার মধ্যে ষড়রিপু বা অন্য কোন দোষও নেই, যাকে আপনি নিষ্পাপ সাধু বলে গণ্য করেন এবং হয়তো খুব পছন্দও করেন, সেও দেখবেন কারো সৌভাগ্যে বা সাফল্যে ঈর্ষান্বিত হয়ে পড়ছে, হিংসায় জ্বলছে। আর যার মধ্যে ঈর্ষা নেই, আমি guarantee দিতে পারি যে অন্য দোষগুলো তার মধ্যে নেই; আর থাকলেও সেগুলো নিজের মধ্য থেকে দূর করা তার কাছে কোন ব্যাপারই না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।